ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) ৬ষ্ট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ বিজয় বিবস উপলক্ষে ইপিএস কমিউনিটি আয়োজন করল “শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি” গহরপুর জামিয়ার ৬৮তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার: সকল প্রস্তুতি সম্পন্ন হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামীয়া মাদ্রাসার ওয়াজ ও দুয়া মাহফিল ৫ জানুয়ারি প্যারিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন বালাগঞ্জে শাহ আকিবুন নূর চৌধুরী বৃত্তি বিতরণ সম্পন্ন ফ্রান্সে প্রবাসে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও উত্তরনের পন্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

করোনাভাইরাস: পরীক্ষার কিট নেই সিলেটে!

  • আপডেট সময় ০৫:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ৯৪ বার পড়া হয়েছে

ভয়ঙ্কর করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি আকারে। এই ভাইরাসকে থামাতে না পেরে ভয় আর আতঙ্কে কাঁপছে দুনিয়া। করোনা আঘাত হেনেছে বাংলাদেশেও। ফলে সারাদেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এই উদ্বেগ-উৎকণ্ঠা সিলেটের মানুষের মধ্যে অনেক বেশি। সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরও শত শত সিলেটি প্রবাসী দেশে ফিরেছেন। যুক্তরাজ্য, ইতালি, সৌদিআরব, আরব আমিরাত প্রভৃতি দেশ থেকে এসেছেন তারা। ফলে তাদের মাধ্যমে সিলেট তথা দেশে করোনাভাইরাস এলো কিনা, এ নিয়ে অনেকেই শঙ্কিত।

কিন্তু প্রবাস থেকে ফেরা কিংবা কারো মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করার কোনো কিট নেই সিলেটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালসহ কোনো সরকারি-বেসরকারি হাসপাতালেই করোনাভাইরাস পরীক্ষার কিট নেই।

জানা গেছে, সিলেটে কারো মধ্যে করোনাক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। এখানে ১০০ শয্যার আইসোলেশন ইউনিট আছে। কয়েক দিন আগে কানাইঘাটের এক যুবক, যিনি আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন, তার মধ্যে করোনাক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেল এই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি আসলেই করোনাক্রান্ত কিনা, তা জানতে তার রক্তের নমুনা পাঠানো হয় ঢাকায়। কেননা, সিলেটের কোনো হাসপাতালেই করোনাভাইরাস পরীক্ষার কোনো কিট নেই।

ওই যুবকের রক্তের নমুনা পরীক্ষা করা হয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর)। তবে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

সচেতন সমাজের প্রতিনিধিরা বলছেন, সিলেটে করোনাভাইরাস পরীক্ষা করানোর মতো কিট না থাকা অবশ্যই খারাপ খবর। এই ভাইরাস বাংলাদেশে যদি দ্রুত ছড়িয়ে পড়ে, তখন তাৎক্ষণিক পরীক্ষার জন্য শুধু সিলেটই নয়, দেশের সব জেলায় সব হাসপাতালে এ কিট থাকা প্রয়োজন। কেননা, সিলেট থেকে রক্তের নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করিয়ে আনা সময়সাপেক্ষ ব্যাপার।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে বলেন, ‘আপাতত ঢাকায় কেন্দ্রীয়ভাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তবে সিলেটেও পরীক্ষা করার কিট প্রয়োজন। আমরা আগামীকাল বুধবার সকালে এ বিষয়ে ঢাকায় কথা বলবো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী

করোনাভাইরাস: পরীক্ষার কিট নেই সিলেটে!

আপডেট সময় ০৫:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০

ভয়ঙ্কর করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি আকারে। এই ভাইরাসকে থামাতে না পেরে ভয় আর আতঙ্কে কাঁপছে দুনিয়া। করোনা আঘাত হেনেছে বাংলাদেশেও। ফলে সারাদেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এই উদ্বেগ-উৎকণ্ঠা সিলেটের মানুষের মধ্যে অনেক বেশি। সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরও শত শত সিলেটি প্রবাসী দেশে ফিরেছেন। যুক্তরাজ্য, ইতালি, সৌদিআরব, আরব আমিরাত প্রভৃতি দেশ থেকে এসেছেন তারা। ফলে তাদের মাধ্যমে সিলেট তথা দেশে করোনাভাইরাস এলো কিনা, এ নিয়ে অনেকেই শঙ্কিত।

কিন্তু প্রবাস থেকে ফেরা কিংবা কারো মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করার কোনো কিট নেই সিলেটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালসহ কোনো সরকারি-বেসরকারি হাসপাতালেই করোনাভাইরাস পরীক্ষার কিট নেই।

জানা গেছে, সিলেটে কারো মধ্যে করোনাক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। এখানে ১০০ শয্যার আইসোলেশন ইউনিট আছে। কয়েক দিন আগে কানাইঘাটের এক যুবক, যিনি আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন, তার মধ্যে করোনাক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেল এই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি আসলেই করোনাক্রান্ত কিনা, তা জানতে তার রক্তের নমুনা পাঠানো হয় ঢাকায়। কেননা, সিলেটের কোনো হাসপাতালেই করোনাভাইরাস পরীক্ষার কোনো কিট নেই।

ওই যুবকের রক্তের নমুনা পরীক্ষা করা হয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর)। তবে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

সচেতন সমাজের প্রতিনিধিরা বলছেন, সিলেটে করোনাভাইরাস পরীক্ষা করানোর মতো কিট না থাকা অবশ্যই খারাপ খবর। এই ভাইরাস বাংলাদেশে যদি দ্রুত ছড়িয়ে পড়ে, তখন তাৎক্ষণিক পরীক্ষার জন্য শুধু সিলেটই নয়, দেশের সব জেলায় সব হাসপাতালে এ কিট থাকা প্রয়োজন। কেননা, সিলেট থেকে রক্তের নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করিয়ে আনা সময়সাপেক্ষ ব্যাপার।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে বলেন, ‘আপাতত ঢাকায় কেন্দ্রীয়ভাবে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তবে সিলেটেও পরীক্ষা করার কিট প্রয়োজন। আমরা আগামীকাল বুধবার সকালে এ বিষয়ে ঢাকায় কথা বলবো।’