ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার

কারি শিল্পে দক্ষ বাংলাদেশিদের জন্য খুলছে ব্রিটেনের দুয়ার

  • আপডেট সময় ০২:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৪ বার পড়া হয়েছে

বাংলা‌দেশি শেফ‌দের ব্রিটেনে পাড়ি দেওয়ার সুযোগ আবারও উন্মুক্ত হচ্ছে। ব্রি‌টে‌নে বাংলাদেশি কারি শিল্পের স্টাফ সংকট নিরস‌নে নতুন ভিসা চালুর ঘোষনা দি‌য়ে‌ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রী‌তি প্যা‌টেল। ‌বিন্দালু ভিসা না‌মে এ প্রস্তা‌বিত এ ওয়ার্ক পার‌মিট ভিসা‌তে বর্তমানে চালু থাকা বহু শর্ত সহজ ও শি‌থিলের প্রস্তাব দিয়েছে ব্রি‌টিশ স‌রকা‌র। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রী‌তি প্যা‌টেল ব‌লে‌ছেন, ব্রে‌ক্সি‌ট বাস্তবায়নের পর ব্রিটেনে নতুন প‌য়েন্ট ভিত্তিক ভিসা ব্যবস্থা চালুর আগে রে‌ষ্টু‌রে‌ন্ট শিল্পে সহজ শ‌র্তে দক্ষ জনশ‌ক্তি আনার সু‌যোগ দে‌বে ব্রি‌টিশ সরকার।

‌সর্ব‌শেষ প‌রিসংখ্যান অনুযায়ী, দক্ষ শেফ ও কর্মীর অভা‌বে ব্রি‌টে‌নে বন্ধ হয়ে যাচ্ছে বহু রেস্টু‌রেন্ট। এসব রেস্টুরেন্টের শতকরা ৯৫ শতাংশই বাংলা‌দেশিদের মা‌লিকানাধীন আর কর্মীরাও শতভাগ বাংলাদেশি।

নতুন ভিসা ব্যবস্থা নিয়ে নিজের প্রস্তাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রী‌তি প্যা‌টেল বলেন, নতুন বিন্দালু ভিসায় সাধারণ ওয়ার্ক পার‌মি‌টের ক্ষে‌ত্রে চালু থাকা ৩৫ হাজার ৮০০ পাউ‌ন্ডের আয়সীমার শর্ত পূরণ করার প্র‌য়োজন পড়বে না। ফলে এটি কার্যকর হলে দীর্ঘ‌দিন পর বাংলা‌দেশ থে‌কে ব্রি‌টে‌নে জনশ‌ক্তি আসার পথ নতুন ক‌রে উন্মুক্ত হ‌বে ব‌লে ধারণা কর‌ছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী, বি‌ভিন্ন ক্যাটারার্স সংগঠ‌নের নেতারা।

‌ব্রি‌টে‌নে বাংলা‌দেশি কারি শিল্পের বৃহত্তম সংগঠন বাংলা‌দেশ ক্যাটারার্স অ্যাসো‌সি‌য়েশনের (বি‌সিএ) সভাপ‌তি এম এ মু‌নিম ব‌লে‌ন, ‘বিন্দালু ভিসা চালুর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অত্যন্ত আশাব্যঞ্জক। এর ফলে বাংলাদেশ থে‌কে দক্ষ জনশ‌ক্তি ব্রিটেনে আসার সুযোগ তৈরি হবে বলে আমাদের বিশ্বাস। বি‌সিএ এরকম এক‌টি প্র‌ক্রিয়া চালুর জন্য দীর্ঘ‌দিন ব্রি‌টিশ সরকা‌রের বি‌ভিন্ন পর্যা‌য়ে ল‌বিং ক‌রে আসছে’।

সঠিক পরিসংখ্যান না থাকলেও বৈধ কাগজপত্র ছাড়া ব্রিটেনে বসবাস করা বাংলাদেশির সংখ্যা লক্ষাধিক। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতায় এসেই বৈধ কাগজপত্র ছাড়া সেখানে অবস্থানরত ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার বিষয়টি দ্রুত বিবেচনার ঘোষণা দিয়েছেন। ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে তাদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। অনেকেই ধারণা করেছেন, নতুন জনশক্তি না এনে পুরনোদের বৈধতা দিলে লাভবান হবে ব্রিটিশ অর্থনীতি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ভিসা ব্যবস্থা চালুর ঘোষণার ফলে প্রধানমন্ত্রীর আগের ঘোষণাটি নিছক রাজনৈতিক আশ্বাস কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের অর্থনীতি এখন এমন অবস্থায় নেই যে নতুন জনশক্তি আনার সঙ্গে সঙ্গে তারা একসঙ্গে পাঁচ লাখ মানুষকে বৈধতা দেবে।

এ বিষয়ে বুধবার অভিবাসন আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার বাংলা ট্রি‌বিউন‌কে ব‌লেন, ব্রে‌ক্সিট ইস্যুতে ব্রি‌টে‌নের রাজনীতি, অর্থনীতি এখন টালমাটাল। স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ভিসার রূপরেখা ঘোষণা দিলেও ব্রে‌ক্সিট ইস্যু‌তে এ সরকার আদৌ কত‌দিন ক্ষমতায় থাক‌বে,‌ কোন ধর‌নের ব্রে‌ক্সিট ক‌বে বাস্তবায়ন হ‌বে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

প্রসঙ্গত, ডে‌ভিট ক্যা‌মের‌নের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্রি‌টে‌নের অভিবাসন নীতিতে স্মরণকালের সবচেয়ে কড়াকড়ি আরোপ করেন থেরেসা মে। এ কারণে গত দশ বছ‌রে বাংলা‌দেশ থে‌কে স‌রাস‌রি ব্রি‌টে‌নে অভিবাস‌নের হার নে‌মে এসেছে প্রায় শূন্যের কোঠায়।
বাংলা ট্রিবিউন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব

কারি শিল্পে দক্ষ বাংলাদেশিদের জন্য খুলছে ব্রিটেনের দুয়ার

আপডেট সময় ০২:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

বাংলা‌দেশি শেফ‌দের ব্রিটেনে পাড়ি দেওয়ার সুযোগ আবারও উন্মুক্ত হচ্ছে। ব্রি‌টে‌নে বাংলাদেশি কারি শিল্পের স্টাফ সংকট নিরস‌নে নতুন ভিসা চালুর ঘোষনা দি‌য়ে‌ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রী‌তি প্যা‌টেল। ‌বিন্দালু ভিসা না‌মে এ প্রস্তা‌বিত এ ওয়ার্ক পার‌মিট ভিসা‌তে বর্তমানে চালু থাকা বহু শর্ত সহজ ও শি‌থিলের প্রস্তাব দিয়েছে ব্রি‌টিশ স‌রকা‌র। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রী‌তি প্যা‌টেল ব‌লে‌ছেন, ব্রে‌ক্সি‌ট বাস্তবায়নের পর ব্রিটেনে নতুন প‌য়েন্ট ভিত্তিক ভিসা ব্যবস্থা চালুর আগে রে‌ষ্টু‌রে‌ন্ট শিল্পে সহজ শ‌র্তে দক্ষ জনশ‌ক্তি আনার সু‌যোগ দে‌বে ব্রি‌টিশ সরকার।

‌সর্ব‌শেষ প‌রিসংখ্যান অনুযায়ী, দক্ষ শেফ ও কর্মীর অভা‌বে ব্রি‌টে‌নে বন্ধ হয়ে যাচ্ছে বহু রেস্টু‌রেন্ট। এসব রেস্টুরেন্টের শতকরা ৯৫ শতাংশই বাংলা‌দেশিদের মা‌লিকানাধীন আর কর্মীরাও শতভাগ বাংলাদেশি।

নতুন ভিসা ব্যবস্থা নিয়ে নিজের প্রস্তাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রী‌তি প্যা‌টেল বলেন, নতুন বিন্দালু ভিসায় সাধারণ ওয়ার্ক পার‌মি‌টের ক্ষে‌ত্রে চালু থাকা ৩৫ হাজার ৮০০ পাউ‌ন্ডের আয়সীমার শর্ত পূরণ করার প্র‌য়োজন পড়বে না। ফলে এটি কার্যকর হলে দীর্ঘ‌দিন পর বাংলা‌দেশ থে‌কে ব্রি‌টে‌নে জনশ‌ক্তি আসার পথ নতুন ক‌রে উন্মুক্ত হ‌বে ব‌লে ধারণা কর‌ছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী, বি‌ভিন্ন ক্যাটারার্স সংগঠ‌নের নেতারা।

‌ব্রি‌টে‌নে বাংলা‌দেশি কারি শিল্পের বৃহত্তম সংগঠন বাংলা‌দেশ ক্যাটারার্স অ্যাসো‌সি‌য়েশনের (বি‌সিএ) সভাপ‌তি এম এ মু‌নিম ব‌লে‌ন, ‘বিন্দালু ভিসা চালুর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অত্যন্ত আশাব্যঞ্জক। এর ফলে বাংলাদেশ থে‌কে দক্ষ জনশ‌ক্তি ব্রিটেনে আসার সুযোগ তৈরি হবে বলে আমাদের বিশ্বাস। বি‌সিএ এরকম এক‌টি প্র‌ক্রিয়া চালুর জন্য দীর্ঘ‌দিন ব্রি‌টিশ সরকা‌রের বি‌ভিন্ন পর্যা‌য়ে ল‌বিং ক‌রে আসছে’।

সঠিক পরিসংখ্যান না থাকলেও বৈধ কাগজপত্র ছাড়া ব্রিটেনে বসবাস করা বাংলাদেশির সংখ্যা লক্ষাধিক। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতায় এসেই বৈধ কাগজপত্র ছাড়া সেখানে অবস্থানরত ৫ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়ার বিষয়টি দ্রুত বিবেচনার ঘোষণা দিয়েছেন। ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে তাদের বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। অনেকেই ধারণা করেছেন, নতুন জনশক্তি না এনে পুরনোদের বৈধতা দিলে লাভবান হবে ব্রিটিশ অর্থনীতি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ভিসা ব্যবস্থা চালুর ঘোষণার ফলে প্রধানমন্ত্রীর আগের ঘোষণাটি নিছক রাজনৈতিক আশ্বাস কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের অর্থনীতি এখন এমন অবস্থায় নেই যে নতুন জনশক্তি আনার সঙ্গে সঙ্গে তারা একসঙ্গে পাঁচ লাখ মানুষকে বৈধতা দেবে।

এ বিষয়ে বুধবার অভিবাসন আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার বাংলা ট্রি‌বিউন‌কে ব‌লেন, ব্রে‌ক্সিট ইস্যুতে ব্রি‌টে‌নের রাজনীতি, অর্থনীতি এখন টালমাটাল। স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ভিসার রূপরেখা ঘোষণা দিলেও ব্রে‌ক্সিট ইস্যু‌তে এ সরকার আদৌ কত‌দিন ক্ষমতায় থাক‌বে,‌ কোন ধর‌নের ব্রে‌ক্সিট ক‌বে বাস্তবায়ন হ‌বে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

প্রসঙ্গত, ডে‌ভিট ক্যা‌মের‌নের মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্রি‌টে‌নের অভিবাসন নীতিতে স্মরণকালের সবচেয়ে কড়াকড়ি আরোপ করেন থেরেসা মে। এ কারণে গত দশ বছ‌রে বাংলা‌দেশ থে‌কে স‌রাস‌রি ব্রি‌টে‌নে অভিবাস‌নের হার নে‌মে এসেছে প্রায় শূন্যের কোঠায়।
বাংলা ট্রিবিউন