ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

কিশোরদের ব্যাপক উশৃংখলতার মুখে বহু ফরাসি শহরে কারফিউ জারি

  • আপডেট সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক:  ফ্রান্সের বহু শহরে সন্ধা কালীন কারফিউ জারি করা হয়েছে। দেশটির বেশ কয়েকজন মেয়র, বিশেষ করে দক্ষিণের শহর লিমোজ, বেজিয়ে এবংনিম, রাত্রীকালীন কারফিউ জারি করেছেন তরুণদের জন্যযদিও কিছু মেয়রনিজেরাও নিশ্চিত নন যে এই কারফিউ কার্যকর করা যাবে কি না!

করোনাভাইরাস মহামারির পর ফ্রান্সে আর জাতীয় কারফিউ দেখা যায়নি, তবে এইগ্রীষ্মে কয়েকটি শহর অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ আরোপ করেছে। তাদের দাবি, এটি যুব সহিংসতা রোধ করতে এবং তরুণদের মাদক চক্রে জড়িয়ে পড়া থেকে রক্ষাকরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেশ কিছু শর্ত সাপেক্ষে বর্তমানে লিমোজ, বেজিয়ে এবং নিম শহরে বর্তমানে তরুণদেরজন্য রাত্রীকালীন কারফিউ চালু আছে। প্যারিস শহরের আশপাশের দুটি পৌর এলাকায়ও ধরণের কারফিউ কার্যকর রয়েছে।

দক্ষিণ ফ্রান্সের লিমোজ শহরে স্কুল ছুটি শুরু হওয়ার পর জুলাই থেকে কারফিউ চালুরয়েছে। এতে বলা হয়েছে ১৩ বছরের নিচের শিশুদের রাত ১১টা থেকে সকাল ৬টাপর্যন্ত বাইরে থাকতে পারবে না, যদি না তারা কোনো অভিভাবক বা অভিভাবকের সঙ্গেথাকে। এই কারফিউ শহরের কেন্দ্রসহ বিয়োব্রেইল, ভ্যাল দো অঁরঁস স্যুদ নর, লেকুত্যুর, বেলভ্যু, লে ভিজেনাল, লা বাস্তিদ, লে পোর্তফেরে লে সাবলার এলাকায়কার্যকর রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে কিশোর অপরাধ অসামাজিক আচরণনিয়ন্ত্রণে রাখা।

তবে, এটি প্রত্যাশিত ফল দিচ্ছে না এবং ধারণা করা হচ্ছে, এটি হয়তো গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার একটি কারণ হয়ে থাকতে পারে। এসব সহিংসতায় মুখোশধারী বিক্ষোভকারীরা পুলিশ গাড়ির উপর হামলা চালায়।

সরকারি তথ্যমতে, বিক্ষোভকারীরা লোহা মলোটোভ ককটেল দিয়ে সজ্জিত ছিলএবং তারা RN141 মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েপড়ে।

লিমোজের ডানপন্থী মেয়র এমিল রজার লমবেরতি ফরাসি সংবাদমাধ্যম BFMTV-কেবলেন: “ পর্যন্ত কারফিউর ফল ভালো না। তরুণদের বিক্ষোভ আমরা দেখেছি, কিন্তুকাউকে আটক বা গ্রেফতার করা যায়নি, তাই কারফিউ কোনো কাজে আসেনি। যদিএই কারফিউ কার্যকর করতে পুলিশ না থাকে, তাহলে এটি নিরর্থক।

তবে কিছু কিছু পৌর কর্তৃপক্ষ বলছে, তাদের ক্ষেত্রে এটি ভালোভাবে কাজ করছে।

প্যারিসের বাইরে অবস্থিত সাঁউঁসুরসেন কমিউনে ১৬ বছরের নিচের কিশোরদেরজন্য ১৭ জুলাই থেকে রাত ১১টা ৩০ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চালু রয়েছে।

সেখানকার সমাজতান্ত্রিক মেয়র করিম বুয়ামরানে বলেন: “মাবাবারা বলছেন, ‘ধন্যবাদ, আমরা পুরোপুরি এই সিদ্ধান্তের পক্ষে।’”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা

কিশোরদের ব্যাপক উশৃংখলতার মুখে বহু ফরাসি শহরে কারফিউ জারি

আপডেট সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

দর্পণ ডেস্ক:  ফ্রান্সের বহু শহরে সন্ধা কালীন কারফিউ জারি করা হয়েছে। দেশটির বেশ কয়েকজন মেয়র, বিশেষ করে দক্ষিণের শহর লিমোজ, বেজিয়ে এবংনিম, রাত্রীকালীন কারফিউ জারি করেছেন তরুণদের জন্যযদিও কিছু মেয়রনিজেরাও নিশ্চিত নন যে এই কারফিউ কার্যকর করা যাবে কি না!

করোনাভাইরাস মহামারির পর ফ্রান্সে আর জাতীয় কারফিউ দেখা যায়নি, তবে এইগ্রীষ্মে কয়েকটি শহর অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ আরোপ করেছে। তাদের দাবি, এটি যুব সহিংসতা রোধ করতে এবং তরুণদের মাদক চক্রে জড়িয়ে পড়া থেকে রক্ষাকরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেশ কিছু শর্ত সাপেক্ষে বর্তমানে লিমোজ, বেজিয়ে এবং নিম শহরে বর্তমানে তরুণদেরজন্য রাত্রীকালীন কারফিউ চালু আছে। প্যারিস শহরের আশপাশের দুটি পৌর এলাকায়ও ধরণের কারফিউ কার্যকর রয়েছে।

দক্ষিণ ফ্রান্সের লিমোজ শহরে স্কুল ছুটি শুরু হওয়ার পর জুলাই থেকে কারফিউ চালুরয়েছে। এতে বলা হয়েছে ১৩ বছরের নিচের শিশুদের রাত ১১টা থেকে সকাল ৬টাপর্যন্ত বাইরে থাকতে পারবে না, যদি না তারা কোনো অভিভাবক বা অভিভাবকের সঙ্গেথাকে। এই কারফিউ শহরের কেন্দ্রসহ বিয়োব্রেইল, ভ্যাল দো অঁরঁস স্যুদ নর, লেকুত্যুর, বেলভ্যু, লে ভিজেনাল, লা বাস্তিদ, লে পোর্তফেরে লে সাবলার এলাকায়কার্যকর রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে কিশোর অপরাধ অসামাজিক আচরণনিয়ন্ত্রণে রাখা।

তবে, এটি প্রত্যাশিত ফল দিচ্ছে না এবং ধারণা করা হচ্ছে, এটি হয়তো গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার একটি কারণ হয়ে থাকতে পারে। এসব সহিংসতায় মুখোশধারী বিক্ষোভকারীরা পুলিশ গাড়ির উপর হামলা চালায়।

সরকারি তথ্যমতে, বিক্ষোভকারীরা লোহা মলোটোভ ককটেল দিয়ে সজ্জিত ছিলএবং তারা RN141 মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েপড়ে।

লিমোজের ডানপন্থী মেয়র এমিল রজার লমবেরতি ফরাসি সংবাদমাধ্যম BFMTV-কেবলেন: “ পর্যন্ত কারফিউর ফল ভালো না। তরুণদের বিক্ষোভ আমরা দেখেছি, কিন্তুকাউকে আটক বা গ্রেফতার করা যায়নি, তাই কারফিউ কোনো কাজে আসেনি। যদিএই কারফিউ কার্যকর করতে পুলিশ না থাকে, তাহলে এটি নিরর্থক।

তবে কিছু কিছু পৌর কর্তৃপক্ষ বলছে, তাদের ক্ষেত্রে এটি ভালোভাবে কাজ করছে।

প্যারিসের বাইরে অবস্থিত সাঁউঁসুরসেন কমিউনে ১৬ বছরের নিচের কিশোরদেরজন্য ১৭ জুলাই থেকে রাত ১১টা ৩০ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চালু রয়েছে।

সেখানকার সমাজতান্ত্রিক মেয়র করিম বুয়ামরানে বলেন: “মাবাবারা বলছেন, ‘ধন্যবাদ, আমরা পুরোপুরি এই সিদ্ধান্তের পক্ষে।’”