ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয় তরুণদের বিদেশমুখিতা: সুযোগ না সংকট? ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা”

কিশোরদের ব্যাপক উশৃংখলতার মুখে বহু ফরাসি শহরে কারফিউ জারি

  • আপডেট সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক:  ফ্রান্সের বহু শহরে সন্ধা কালীন কারফিউ জারি করা হয়েছে। দেশটির বেশ কয়েকজন মেয়র, বিশেষ করে দক্ষিণের শহর লিমোজ, বেজিয়ে এবংনিম, রাত্রীকালীন কারফিউ জারি করেছেন তরুণদের জন্যযদিও কিছু মেয়রনিজেরাও নিশ্চিত নন যে এই কারফিউ কার্যকর করা যাবে কি না!

করোনাভাইরাস মহামারির পর ফ্রান্সে আর জাতীয় কারফিউ দেখা যায়নি, তবে এইগ্রীষ্মে কয়েকটি শহর অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ আরোপ করেছে। তাদের দাবি, এটি যুব সহিংসতা রোধ করতে এবং তরুণদের মাদক চক্রে জড়িয়ে পড়া থেকে রক্ষাকরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেশ কিছু শর্ত সাপেক্ষে বর্তমানে লিমোজ, বেজিয়ে এবং নিম শহরে বর্তমানে তরুণদেরজন্য রাত্রীকালীন কারফিউ চালু আছে। প্যারিস শহরের আশপাশের দুটি পৌর এলাকায়ও ধরণের কারফিউ কার্যকর রয়েছে।

দক্ষিণ ফ্রান্সের লিমোজ শহরে স্কুল ছুটি শুরু হওয়ার পর জুলাই থেকে কারফিউ চালুরয়েছে। এতে বলা হয়েছে ১৩ বছরের নিচের শিশুদের রাত ১১টা থেকে সকাল ৬টাপর্যন্ত বাইরে থাকতে পারবে না, যদি না তারা কোনো অভিভাবক বা অভিভাবকের সঙ্গেথাকে। এই কারফিউ শহরের কেন্দ্রসহ বিয়োব্রেইল, ভ্যাল দো অঁরঁস স্যুদ নর, লেকুত্যুর, বেলভ্যু, লে ভিজেনাল, লা বাস্তিদ, লে পোর্তফেরে লে সাবলার এলাকায়কার্যকর রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে কিশোর অপরাধ অসামাজিক আচরণনিয়ন্ত্রণে রাখা।

তবে, এটি প্রত্যাশিত ফল দিচ্ছে না এবং ধারণা করা হচ্ছে, এটি হয়তো গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার একটি কারণ হয়ে থাকতে পারে। এসব সহিংসতায় মুখোশধারী বিক্ষোভকারীরা পুলিশ গাড়ির উপর হামলা চালায়।

সরকারি তথ্যমতে, বিক্ষোভকারীরা লোহা মলোটোভ ককটেল দিয়ে সজ্জিত ছিলএবং তারা RN141 মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েপড়ে।

লিমোজের ডানপন্থী মেয়র এমিল রজার লমবেরতি ফরাসি সংবাদমাধ্যম BFMTV-কেবলেন: “ পর্যন্ত কারফিউর ফল ভালো না। তরুণদের বিক্ষোভ আমরা দেখেছি, কিন্তুকাউকে আটক বা গ্রেফতার করা যায়নি, তাই কারফিউ কোনো কাজে আসেনি। যদিএই কারফিউ কার্যকর করতে পুলিশ না থাকে, তাহলে এটি নিরর্থক।

তবে কিছু কিছু পৌর কর্তৃপক্ষ বলছে, তাদের ক্ষেত্রে এটি ভালোভাবে কাজ করছে।

প্যারিসের বাইরে অবস্থিত সাঁউঁসুরসেন কমিউনে ১৬ বছরের নিচের কিশোরদেরজন্য ১৭ জুলাই থেকে রাত ১১টা ৩০ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চালু রয়েছে।

সেখানকার সমাজতান্ত্রিক মেয়র করিম বুয়ামরানে বলেন: “মাবাবারা বলছেন, ‘ধন্যবাদ, আমরা পুরোপুরি এই সিদ্ধান্তের পক্ষে।’”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরদের ব্যাপক উশৃংখলতার মুখে বহু ফরাসি শহরে কারফিউ জারি

আপডেট সময় ১১:৫২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

দর্পণ ডেস্ক:  ফ্রান্সের বহু শহরে সন্ধা কালীন কারফিউ জারি করা হয়েছে। দেশটির বেশ কয়েকজন মেয়র, বিশেষ করে দক্ষিণের শহর লিমোজ, বেজিয়ে এবংনিম, রাত্রীকালীন কারফিউ জারি করেছেন তরুণদের জন্যযদিও কিছু মেয়রনিজেরাও নিশ্চিত নন যে এই কারফিউ কার্যকর করা যাবে কি না!

করোনাভাইরাস মহামারির পর ফ্রান্সে আর জাতীয় কারফিউ দেখা যায়নি, তবে এইগ্রীষ্মে কয়েকটি শহর অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ আরোপ করেছে। তাদের দাবি, এটি যুব সহিংসতা রোধ করতে এবং তরুণদের মাদক চক্রে জড়িয়ে পড়া থেকে রক্ষাকরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেশ কিছু শর্ত সাপেক্ষে বর্তমানে লিমোজ, বেজিয়ে এবং নিম শহরে বর্তমানে তরুণদেরজন্য রাত্রীকালীন কারফিউ চালু আছে। প্যারিস শহরের আশপাশের দুটি পৌর এলাকায়ও ধরণের কারফিউ কার্যকর রয়েছে।

দক্ষিণ ফ্রান্সের লিমোজ শহরে স্কুল ছুটি শুরু হওয়ার পর জুলাই থেকে কারফিউ চালুরয়েছে। এতে বলা হয়েছে ১৩ বছরের নিচের শিশুদের রাত ১১টা থেকে সকাল ৬টাপর্যন্ত বাইরে থাকতে পারবে না, যদি না তারা কোনো অভিভাবক বা অভিভাবকের সঙ্গেথাকে। এই কারফিউ শহরের কেন্দ্রসহ বিয়োব্রেইল, ভ্যাল দো অঁরঁস স্যুদ নর, লেকুত্যুর, বেলভ্যু, লে ভিজেনাল, লা বাস্তিদ, লে পোর্তফেরে লে সাবলার এলাকায়কার্যকর রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে কিশোর অপরাধ অসামাজিক আচরণনিয়ন্ত্রণে রাখা।

তবে, এটি প্রত্যাশিত ফল দিচ্ছে না এবং ধারণা করা হচ্ছে, এটি হয়তো গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার একটি কারণ হয়ে থাকতে পারে। এসব সহিংসতায় মুখোশধারী বিক্ষোভকারীরা পুলিশ গাড়ির উপর হামলা চালায়।

সরকারি তথ্যমতে, বিক্ষোভকারীরা লোহা মলোটোভ ককটেল দিয়ে সজ্জিত ছিলএবং তারা RN141 মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েপড়ে।

লিমোজের ডানপন্থী মেয়র এমিল রজার লমবেরতি ফরাসি সংবাদমাধ্যম BFMTV-কেবলেন: “ পর্যন্ত কারফিউর ফল ভালো না। তরুণদের বিক্ষোভ আমরা দেখেছি, কিন্তুকাউকে আটক বা গ্রেফতার করা যায়নি, তাই কারফিউ কোনো কাজে আসেনি। যদিএই কারফিউ কার্যকর করতে পুলিশ না থাকে, তাহলে এটি নিরর্থক।

তবে কিছু কিছু পৌর কর্তৃপক্ষ বলছে, তাদের ক্ষেত্রে এটি ভালোভাবে কাজ করছে।

প্যারিসের বাইরে অবস্থিত সাঁউঁসুরসেন কমিউনে ১৬ বছরের নিচের কিশোরদেরজন্য ১৭ জুলাই থেকে রাত ১১টা ৩০ থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ চালু রয়েছে।

সেখানকার সমাজতান্ত্রিক মেয়র করিম বুয়ামরানে বলেন: “মাবাবারা বলছেন, ‘ধন্যবাদ, আমরা পুরোপুরি এই সিদ্ধান্তের পক্ষে।’”