নবকন্ঠ সম্মাননা পদক দেয়া হল সিলেট শাহ জালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সকে। ইউরোপের জনপ্রিয় সংবাদপত্র নবকণ্ঠের ৫ ম প্রতিষ্টা বার্ষিকী তে ইউরোপে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে ভুমিকা রাখায় সম্মাননা স্মারক ও পদক দেয়া হয়।গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত একটি বর্নাঢ্য অনুষ্টানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদুত কাজি ইমতিয়াজ হোসেন।এবছর ফ্রান্সে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক দেয়া হয় সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব,ফ্রান্সকে।সংঘঠনটির পক্ষে পদক ও সম্মাননা পত্র গ্রহন করেন সভাপতি ফয়সল উদ্দিন। ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন ফ্রান্সের ক্রীড়ানুরাগিদের মধ্য অত্যান্ত জনপ্রিয় নাম।তিনি সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির সহসভাপতি । এক প্রতিক্রিয়ায় ফয়সল উদ্দিন বলেন এই সম্মাননটি গ্রহন করার সাথে দায়বদ্ধতা বেড়ে গেল।আমরা চাই আমাদের সকলের সম্মিলত প্রচেষ্টায় মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস ঐতিহ্যে তুলে ধরে দেশপ্রেমে আগ্রহী করে গড়ে তুলতে ।
সর্বশেষ সংবাদ