স্টাফ রিপোর্টার //
সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ১০ নং উওর বাদেপাশা ইউনিয়নের গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) প্যারিসের উপকন্ঠে মেট্রো হোশ এর একটি রেস্টুরেন্টে এ আয়োজনে শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে করেন গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্টের ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম আল-হাসান।
গ্রেটার বাদেস্পাশা সোশ্যাল ট্রাস্টের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে
প্রধান অথিতি, ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এম ডি নূর ।
বক্তব্য রাখেন উপদেষ্টা হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহস-ভাপতি মাহবুবুল হক কয়েছ, মেম্বারশিপ সেক্রেটারি জিলাল আহমদ, ফ্রান্স দর্পণ পত্রিকার নিউজ এডিটর মোঃ নাজমুল কবির, রাব্বানি হেলাল সাধারণ সম্পাদক বৃহত্তর বাগলা প্রবাসী এসোসিয়েশন, বিলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ, জন্টু দাস-সিনিয়র সভাপতি, গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স,
সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেব বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট ফ্রান্স, রায়হান উদ্দিন রাজু কোষাধ্যক্ষ গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট, আব্দুর রহিম আল-হাসান, সাংগঠনিক সম্পাদক গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট, আব্দুল্লাহ উদ্দিন সহ মেম্বারসীপ সেক্রেটারী, সিপন আহমদ সহ মেম্বারসীপ সেক্রেটারী, সাজু মিয়া, মুমিত আহমদ, সুমন আহমদ, টুনু মিয়া, খালেদ আহমদ, নাজমুল ইসলাম বাবলু প্রমুখ।
দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন বাদেপাশা গ্রামের অধিবাসীরা বহিঃবিশ্বে ছড়িয়ে থাকা সকল রেমিটেন্স যোদ্ধা ও দেশে অবস্থানরত সকল নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সহযোগিতায় নগদ এক কোটি টাকা বাজেটে তাদের গ্রামের রাস্তা ঘাটের উন্নয়ন করা হয় এবং প্রায় ১০ লক্ষ টাকার সৌর বিদ্যুত লাইটিংয়ের কাজ করানো হয়। ভবিষ্যতে এ রকম ঐক্যবদ্ধতার সাথে গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্ট কাজ করতে চায় বলে আশ্বাস দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ আলম ।
তাছাড়া ফ্রান্সে নবাগত যারা আসছেন তাদেরকে কিভাবে দিক নিদর্শনা দিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্রান্সের বুকে একখন্ড বাদেপাশা গ্রাম তৈরী করতে চান গ্রেটার বাদেপাশা সোশ্যাল ট্রাস্টের নেত্রীবৃন্দ।