জন্মসুখ আছড়ে পড়ুক
(কবি খালেদ উদ-দীনের জন্মদিনে)
বদরুজ্জামান জামান
.
অবনত মস্তকে স্রষ্টার চরণ স্পর্শিত সুখানুভূতি
কৃতজ্ঞতায় ঝরুক রক্ত ঘাম উৎকীর্ণ চিত্তসুখে।
একটি বসন্তে এত আয়োজন প্রকৃতির আশীর্বাদ
অথচ আজ তুমি বিয়াল্লিশ বসন্ত সুখ সঙ্গমে।
বন্ধু , স্বজন , সুজন , সৃষ্টি, ধ্বংসে তুমি ঘূর্ণিবায়ে
ইহলোক সূচনাঘোর প্রীতি ঝর্ণায় সিক্ত হও ।
জাগতিক ঝুলি উপচে পড়ুক চরম প্রসন্নতা
অনিশেষ আশীর্বাদ আর অনন্ত সুখানুভূতিতে।
আজ করোনাক্রান্তিতে প্রণামী স্রষ্টার চরণে-
তোমার জন্মসুখ আছড়ে পড়ুক স্বর্গ মর্ত্য বেয়ে
সকল ক্রান্তি ক্লান্তি দুরাশার অবসানে আর পৃথিবী
তুমুল বেগে হাসুক সূর্যোদয়ের আলোকচ্ছটায় ।