ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

ঝালকাঠি জেলায় জনসংখ্যা অনুযায়ী দুধ, ডিম ও মাংসের ক্ষেত্রেউৎপাদনের তুলনায় ঘাটতি রয়েছে

  • আপডেট সময় ০৭:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি জেলায় জনসংখ্যা অনুযায়ী দুধ, ডিম মাংসের ক্ষেত্রেউৎপাদনের তুলনায় ঘাটতি রয়েছে। বছরে জেলায় ৯১লাখ ৮০ হাজারমেট্রিক টন মাংসের চাহিদার প্রেক্ষিতে ৮১লাখ মেট্রিক টন উৎপাদনহচ্ছে। জেলায় মাংস চাহিদার তুলনায় ৮৮% উৎপাদন থেকে পুরনকরা সম্ভব হচ্ছে। বছরে জেলায় ১৩১লাখ ২৫ হাজার মেট্রিক টন তরলদুধের চাহিদা রয়েছে। উৎপাদন হচ্ছে ৯৫লাখ ৬২ হাজার ৫০০ মেট্রিকটন এবং দুধের ক্ষেত্রেই উৎপাদনের তুলনায় ৫০% ঘাটতি রয়েছে।বছরে জেলায় কোটি ৯৫লাখ ডিমের চাহিদার প্রেক্ষিতে জেলারস্থানীয় খামার থেকে কোটি ৭৩ লাখ ডিম উৎপাদন হচ্ছে। এইউৎপাদন চাহিদার ৭২% পূরন করছে। প্রাণী সম্পদ বিভাগ জেলার ৪টিউপজেলায় ৭লাখ ৬৫ হাজার জনসংখ্যার চাহিদার ভিত্তিতে এই তথ্যপ্রকাশ করেছেন। ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃআসাদুজ্জামান জানান, জেলায় প্রাণী সম্পদের হাসমুরগী, গবাদীপশু খামার বৃদ্ধি করে জনসংখ্যার চাহিদা অনুযায়ী প্রাপ্যতা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হচ্ছে।

জেলায় ১লাখ ৮০ হাজার ৭৭৮টি ড়রু রয়েছে। জেলায় মহিষের সংখ্যা৪হাজার ৭০৯, ছাগলের সংখ্যা ৮০ হাজার ৫৫০, ভেড়ার সংখ্যা১হাজার ৭২৭, হাঁসের সংখ্যা ৭লাখ ৫২ হাজার ৮৭০, মুরগী ২৭লাখ৭৭ হাজার ২৬৩ এবং অন্যান্য ১২৭টি। জেলায় প্রায় ৯৪টি খামারে১লাখ ২৩ হাজার ২০০ লেয়ার মুরগী রয়েছে।

জেলায় ২৩৩টি দুগ্ধ গাভীর খামার রয়েছে, ছাগলের খামার রয়েছে২৩৫টি, ভেড়ার খামার রয়েছে ১৪টি লেয়ার মুরগীর খামার ৯৪টি, ব্রয়লার মুরগীর খামার ৪৯৯টি, সোনালী মুরগীর খামার ২২৬টি, ১টিশুকরের খামার রয়েছে, হাসের খামার ১৪১টি এবং মহিষের খামার১০টি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

Priority Seats: But Where Is Humanity?

ঝালকাঠি জেলায় জনসংখ্যা অনুযায়ী দুধ, ডিম ও মাংসের ক্ষেত্রেউৎপাদনের তুলনায় ঘাটতি রয়েছে

আপডেট সময় ০৭:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি জেলায় জনসংখ্যা অনুযায়ী দুধ, ডিম মাংসের ক্ষেত্রেউৎপাদনের তুলনায় ঘাটতি রয়েছে। বছরে জেলায় ৯১লাখ ৮০ হাজারমেট্রিক টন মাংসের চাহিদার প্রেক্ষিতে ৮১লাখ মেট্রিক টন উৎপাদনহচ্ছে। জেলায় মাংস চাহিদার তুলনায় ৮৮% উৎপাদন থেকে পুরনকরা সম্ভব হচ্ছে। বছরে জেলায় ১৩১লাখ ২৫ হাজার মেট্রিক টন তরলদুধের চাহিদা রয়েছে। উৎপাদন হচ্ছে ৯৫লাখ ৬২ হাজার ৫০০ মেট্রিকটন এবং দুধের ক্ষেত্রেই উৎপাদনের তুলনায় ৫০% ঘাটতি রয়েছে।বছরে জেলায় কোটি ৯৫লাখ ডিমের চাহিদার প্রেক্ষিতে জেলারস্থানীয় খামার থেকে কোটি ৭৩ লাখ ডিম উৎপাদন হচ্ছে। এইউৎপাদন চাহিদার ৭২% পূরন করছে। প্রাণী সম্পদ বিভাগ জেলার ৪টিউপজেলায় ৭লাখ ৬৫ হাজার জনসংখ্যার চাহিদার ভিত্তিতে এই তথ্যপ্রকাশ করেছেন। ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃআসাদুজ্জামান জানান, জেলায় প্রাণী সম্পদের হাসমুরগী, গবাদীপশু খামার বৃদ্ধি করে জনসংখ্যার চাহিদা অনুযায়ী প্রাপ্যতা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হচ্ছে।

জেলায় ১লাখ ৮০ হাজার ৭৭৮টি ড়রু রয়েছে। জেলায় মহিষের সংখ্যা৪হাজার ৭০৯, ছাগলের সংখ্যা ৮০ হাজার ৫৫০, ভেড়ার সংখ্যা১হাজার ৭২৭, হাঁসের সংখ্যা ৭লাখ ৫২ হাজার ৮৭০, মুরগী ২৭লাখ৭৭ হাজার ২৬৩ এবং অন্যান্য ১২৭টি। জেলায় প্রায় ৯৪টি খামারে১লাখ ২৩ হাজার ২০০ লেয়ার মুরগী রয়েছে।

জেলায় ২৩৩টি দুগ্ধ গাভীর খামার রয়েছে, ছাগলের খামার রয়েছে২৩৫টি, ভেড়ার খামার রয়েছে ১৪টি লেয়ার মুরগীর খামার ৯৪টি, ব্রয়লার মুরগীর খামার ৪৯৯টি, সোনালী মুরগীর খামার ২২৬টি, ১টিশুকরের খামার রয়েছে, হাসের খামার ১৪১টি এবং মহিষের খামার১০টি।