ডেস্ক রিপোর্টঃ গত ১মে (বুধবার) রাজধানী ঢাকার গুলিস্থানে মে দিবস উপলক্ষে বাংলাদেশ পোয়েটস ক্লাবের উদ্যোগে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি ফাতেমা ইসরাত রেখা এবং ঢাকা মহানগর সম্পাদক কবি এসএম নজরুল ইসলামের যৌথ পরিচালনায় লন্ডন প্রবাসী লেখক সাংবাদিক রহমত আলী রচিত সোনার হরিণ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থে মোট ৩১টি কবিতা ও ২৯টি গান প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ পোয়েটস ক্লাব।
আড্ডায় কবিতা পাঠ, আলোচনা এবং গান পরিবেশনে অংশ নেন – কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কবি ফাতেমা ইসরাত রেখা, কবি এসএম নজরুল ইসলাম, কবি শামীম আরা জামান সীমা, নবাব সালেহ আহমদ, জালাল আহমদ, কবি মোহাব্বত হোসেন খান, কবি নুসরাত সুলতানা, আব্দুল মান্নান,কল্পনা খান, মোঃ দীন ইসলাম, হাসু কবির,সৈয়দ কামরুল হাসান, মিরাজ খান, নাজমা খাতুন, সাথী আক্তার মনি প্রমুখ।