তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে মা জামিমা রহমানের ব্রিটিশ নাগরিকত্ব চেয়ে দরখাস্তের খবরকে অপপ্রচার বলেছে বিএনপি।
একটি ভারতীয় অনলাইন পত্রিকায় এ বিষয়ে প্রকাশিত সংবাদটিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের ‘ভয়াবহ দেশীয় ও আন্তর্জাতিক মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা)’ অংশ বলছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার ভারতীয় অনলাইন পত্রিকা ‘লুক ইস্ট’ এর এই খবরটি অনুবাদ করে বাংলাদেশেও বেশ কিছু পত্রিকা প্রকাশ করেছে।
পত্রিকাটি জানিয়েছে, তারেক রহমান তার পরামর্শক আইনি প্রতিষ্ঠান বার্জেস এর মাধ্যমে নিজের এবং স্ত্রী-কন্যার জন্য আলাদা দরখাস্ত করিয়েছেন। তবে এই সংবাদে তারেক রহমান বা তার পরিবারের কারও বক্তব্যও দেয়া হয়নি। বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি এই খবরের বিষয়ে।
পত্রিকাটির খবর অনুযায়ী দুটি দরখাস্তে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন দেশে জোবাইদা এবং জামিমা রহমানের প্রায় ৭৭০ কোটি টাকার সম্পদ রয়েছে। যদি ব্রিটিশ সরকার তাদেরকে সেদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয় তাহলে ব্রিটেনের অর্থনীতি অত্যন্ত লাভবান হবে।
বুধবার দলীয় কার্ালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এই সংবাদটি একেবারেই হীন উদ্দেশ্যে করা হয়েছে।
বিএনপি নেতা বলেন, ‘ভারতের অনলাইন পত্রিকাটিতে এই সমস্ত অবান্তর, মনগড়া ও অসত্য তথ্য দিয়ে ঠাসা প্রকাশিত সংবাদটি বাংলাদেশে… ফলাও করে প্রচার করায় আমরা বিস্মিত হয়েছি। জাতীয়তাবাদী শক্তিকে সমূলে ধ্বংস করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক যে চক্রান্ত চলছে এটি তার নগ্ন বহি:প্রকাশ।’
‘বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী করেও ষড়যন্ত্রকারীদের প্রতিহিংসার চরিতার্থ করার তৃষ্ণা মিটছে না। তাই দেশীয় গণবিরোধী সরকারের বিদেশী দোসররাও উঠেপড়ে লেগেছে সার্বিক চক্রান্ত জাল বুনতে। আর এজন্য বিএনপি চেয়ারপারসনকে কারাগারে নেয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পেছনে ধাবিত হয়েছে।’
‘আমরা মনে করি জিয়া পরিবারের বিরুদ্ধে এটি একটি সংঘবদ্ধ অপপ্রচার। অন্য দেশের একটি অনলাইনে প্রকাশিত নোংরা অপপ্রচারের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে পরিচিত ও প্রচারিত অনলাইন পত্রিকায় সংবাদটি ছাপানো দুরভিসন্ধিমূলক।’
রিজভী বলেন, ‘বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদটি যাচাই-বাছাই না করে বাংলাদেশের অনলাইন পত্রিকাটি সেটির উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করা জনগণ ও পত্রিকার পাঠকের প্রতি চরম অবজ্ঞা।’
তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান পেশায় একজন ডাক্তার হলেও লন্ডনে একজন গৃহবধূ হিসেবে বসবাস করছেন। অন্যদিকে কন্যা জামিমা রহমান লন্ডনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশুনা করছেন। দুজনেই সম্পদের বিবরণীতে উত্তরাধিকার এবং বিনিয়োগের মুনাফাকে উৎস হিসেবে বর্ণনা করেছেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঘুষ গ্রহণের মামলায় গ্রেপ্তার তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান। পরে তার স্ত্রী-কন্যাও সেখানে যান।
ঢাকাটাইমস