তবে কি দোকলাম নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে ভারত ও চীনের মধ্যে! দোকলামে ভারতীয় সেনাবাহিনীর আউটপোস্টকে ঘিরে ১.৩ কিলোমিটার সড়ক নির্মাণ করছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। এর মাধ্যমে দোকলামের দক্ষিণে জাম্ফেরি রিজ এলাকায় পৌঁছার সুযোগ পাবে পিএলএ। ওই এলাকাটি ভারতের জন্য উচ্চ মাত্রায় স্পর্শকাতর। এই দোকলামকে কেন্দ্র করে গত বছর ভারত ও চীনের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি হয়। তা অব্যাহত থাকে ৭৩ দিন পর্যন্ত। তবে পরে তা দৃশ্যত মিইয়ে যায়। আবার নতুন করে শুরু হয়েছে এবার। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সিকিম-ভুটান-তিব্বতের জংশনে দোকলামের কাছে চীনের সড়ক নির্মাণ ও অন্য সামরিক স্থাপনা নির্মাণের কারণে ভারতীয় নিরাপত্তা বলয়ে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়েছে। এতে বলা হয়েছে, ওই এলাকায় সড়ক নির্মানের মাধ্যমে ভারতীয় সেনাদের অবস্থানকে বেষ্টন করে ফেলার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দোকলামে ভারতীয় সামরিক বাহিনীর আউটপোস্টের চারদিকে অথবা এর বাইরের দিকে কাজ করছে পিএলএর সেনারা। সেখানে তারা ১.৩ কিলোমিটার দীর্ঘ নতুন একটি সড়ক নির্মাণ করছে। এর ফলে তারা ভারতীয় সেনাদের কাছ থেকে মাত্র চার কিলোমিটারের মধ্যে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করছে। এই বিকল্প পথ তাদেরকে দক্ষিণ দোকলামে জাম্ফেরি রজ পর্যন্ত আসার সুযোগ করে দেবে। এর আগে ৭৩ দিনের অচলাবস্থার সময়েও তারা এমন সুযোগ পাওয়ার চেষ্টা করেছিল। এ বিষয়ে ভারতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সোমবার যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। কিন্তু তারা এ বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, জাম্ফেরি রিজ ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর। কারণ, এখান থেকে শিলিগুড়ি করিডোরে নজর রাখে ভারতীয় সেনারা। টাইমস অব ইন্ডিয়া।
সর্বশেষ সংবাদ