সাইদুর রহমান : নারীদেরকে পাজরের হাড় দিয়ে তৈরী করা হয়েছে। এটার রহস্য একমাত্র আল্লাহই ভালো জানেন। এজন্য নারীদের স্বভাবগত বক্রতা থেকে থাকলে তা সোজা না হলে বক্রতা নিয়ে পারিবারিক জীবনযাপন করতে হবে। অনেক সময় এ বক্রতা সৌন্দের্যেরও কারণ হয়। তবে নারীকে তার স্বামীর হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে এ কথা ভুল।
কারণ হাদীসে শুধু পাজরের হাড়ের কথা বলা হয়েছে, কার পাজরের হাড় তা বলা হয়নি। তবে হযরত হাওয়া আ.কে বাবা আদম আ. এর পাজরের হাড় দ্বারা তৈরী করা হয়েছে এটা সত্য। কিন্তু সকল নারীকে তাদের স্বামীর পাজরের হাড় দিয়ে তৈরী করা হয়েছে এটা ভুল কথা। ভিত্তিহীন।
এ বিষয়ে হাদীসে এসেছে, হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। সে তোমার জন্য কখনোই সোজা হবে না। তার দ্বারা কাজ আদায় করতে হলে এই বাঁকা অবস্থায়ই আদায় করতে হবে। এটি সোজা করতে গেলে ভেঙ্গে যাবে। ভাঙ্গার অর্থ হল তালাক ঘটে যাওয়া। (সহীহ মুসলিম, হাদীস নং-১৪৬৮)