পলিথিনের বোঝা তলে কেঁদে ওঠে মাটি
ফসলের অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জাতি,
জমি হারাই উর্বরতা নদী হারায় গান
প্রকৃতি যেন হয়ে পড়ে বিষণ্ণ অবসান।
বিশ্বে এল এক নতুন বিজ্ঞানের দান
বায়োডিগ্রেডেবল পলিথিন পরিবেশের প্রাণ,
সূর্যের আলো বাতাস বৃষ্টিতে নিরাপত্তায়
এটি মাটিতে ভেঙে একেবারে মিশে যায়।
মাটি ফিরে পায় উর্বরতা সবুজ ঘাসের হাসি
সবাই মিলে ব্যবহার করো এই জিনিস টি,
প্রকৃতিতে আসবে অভাব মুক্ত আয়োজন,
পরিবেশবান্ধব পলিথিন অনন্য উদাহরণ।
বাংলাদেশে যদি হতো এর সর্বত্র ব্যবহার
এদেশে হতো হাসিমুখে সবুজেরই দ্বার,
নদী থাকতো স্বচ্ছ জলে মাঠ দিতো ফলন
পরিবেশের বুক ভরে উঠত আনন্দের চরণ।
তাই আসি আমরা সবাই করি এক প্রতিজ্ঞা
প্রকৃতিকে রক্ষা করতে দুর করি অজ্ঞতা,
বায়োডিগ্রেডেবল পলিথিন হোক জীবনের সাথী
সবুজে ভরে উঠুক ধরায় হোক সুস্থ সুন্দর মাটি।।










