দর্পণ রিপোর্ট : পহেলা মে, শ্রমিক দিবস। এ উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ খেলাধূলা এবং পুরস্কার বিতরণের আয়োজন করে। খেলার মধ্যে ছিলো ফুটবল, দৌড় এবং মোড়গ লড়াই। পাশাপাশি ছিলো খাবার আয়োজন।
আয়োজনকে ঘিরে শ্রমিক গ্রুপের সদস্যদের মাঝে একধরণের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বিভিন্ন ইভেন্টে তারা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। ইভেন্টশেষে পুরস্কার বিতরণ করা হয়। খেলা পরিচালনা এবং পুরস্কার বিতরণপর্বে সঞ্চালনায় ছিলেন শ্রমিক গ্রুপের সভাপতি আবু হাসান এবং সাধারন সম্পাদক তানিম হোসেন।
অনুষ্ঠানে সামাজিক সংগঠন বিসিএফ এর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলো। তারা হলেন সাধারন সম্পাদক নজমুল কবির, সহসভাপতি মনডিয়াল ট্রাভেলস এর সত্বাধিকারী ইব্রাহিম হাসান, সহসভাপতি মোহাম্মদ সাঈদ এবং দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।
সংক্ষিপ্ত বক্তব্যে বিসিএফ সদস্যরা আয়োজনের জন্য শ্রমিক গ্রুপকে ধন্যবাদ জানান। শ্রমিক গ্রুপের সভাপতি আশা প্রকাশ করেন, ঈদ উৎসবসহ বিভিন্ন ইভেন্ট বিসিএফ এবং শ্রমিক গ্রুপ একসাথে যৌথভাবে আয়োজন করবে। প্যারিসের অন্যান্য সংগঠনকেও এসব আয়োজনে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।