পাগড়ীওয়ালা শীল এসেছে
কাটে দাড়ি কেশ,
সাধক মজজুব বাদ পড়ে না
ধরেছে কোন্ বেশ?
এহেন শিক্ষা কে শেখাল
করে মুন্ডু নেড়া,
উগ্রতা আর চরমপন্থা
এরা পালের ভেড়া।
সন্নাসী আর পাগল ফকির
নিত্য খাচ্ছে তাড়া,
এদের থেকে পায়না রেহাই
ভবঘুরে যারা।
জুলুম করে সেবা বুঝে
কুরআন তো নয় সঙ্গী,
লেবাসধারী মুসলিম এরা
ধর্মান্ধতায় জঙ্গি।
কুরআন শুদ্ধ বিধির বিধান
বিরুদ্ধে যে চলে,
কাফের মুশরিক বেদ্বীন তারা
মুনাফেক ও বলে।