আহমেদ জুনেদ ফারহান প্যারিস, ফ্রান্স :২১ অক্টোবর মঙ্গলবার ২০২৫ ইং ফ্রান্সের প্যারিসে পার্শ্ববর্তী ক্যাথসিমা কুটুমবাড়ী রেস্টুরেন্টে সন্ধ্যা ৮:০০ ঘটিকার সময় প্রবাস থেকে এনআইডি কার্ড ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তথ্যভিত্তিক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম রেজা এবং সভা যৌথ সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন এবং সোহাগ মোহাম্মাদ এহছান এবং সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা আবুল বাশার।
উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক আলোচনা স্বরূপ বক্তব্য রাখেন, সিরাজুর রহমান সিরাজ (সাবেক সহ-সভাপতি ফ্রান্স বিএনপি), কবির আহমদ (ফ্রান্স বিএনপি নেতা), মাহবুবুর রহমান বকুল, সাব্বির আহমদ চৌধুরী (সাবেক সভাপতি সিলেট পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদল), সেলিম আহমদ, ফরিদ মিয়া বিএনপি নেতা, আলম খাঁন, দেলওয়ার খান, মেহেদী হাছান অলি, মীর্জা সুমন বিএনপি নেতা, হেলাল উদ্দিন, জুয়েল আহমদ (আহ্বায়ক প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দল)প্রমুখ্য।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেন মোহাম্মদ আফজল, কিরন আহমদ (জাসাস আহ্বায়ক ফ্রান্স), হেলাল রাব্বানী, সালাহউদ্দিন আহমদ বালা, মোহাম্মদ আখতার হাছান, মুজিবর রহমান মুজিব, জুয়েল আহমদ, হাবিবুর রহমান খাঁন, শেখ এমরান, সালাউদ্দিন আহমদ, খায়রুল আমীন খসরু, শামসুদ্দিন শামস, মিনহাজুল ইসলাম, সাতির আলী, তাজউদ্দীন বোরহান, নাজমুল ইসলাম, আহমদ কামরান সেলিম, আহমদ রিমন প্রমুখ্য
সভায় বক্তারা ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ এখন শুধু সময়ের ব্যাপার কিন্তু প্রত্যেক প্রবাসীদের’কে তাদের ভোটার নিবন্ধন ও এনআইডি’র অন্তর্ভুক্ত হতে হবে। সেজন্য ফ্রান্সের জাতীয়তাবাদী পরিবার সার্বিক সহযোগিতা করবে প্রত্যেক প্রবাসীদের জন্য। তাই ফ্রান্সে অবস্থানরত সকল প্রবাসীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফ্রান্সে বসবাসরত প্রত্যেক বাংলাদেশ প্রবাসী নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ভোটে বিডি’ অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। সেই সুবাদে প্রবাসীদের ভোটার তালিকা নিবন্ধন সহ সার্বিক সহযোগিতার জন্য ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে বিশেষ সহযোগিতা প্রদান করা হচ্ছে। এজন্য প্যারিসের অন্তর্গত পৃথক দুটি সেন্টার থেকে প্রবাসী সবার জন্য ফ্রি সার্ভিস সহযোগিতা প্রদান করা হচ্ছে।
অনুষ্টানটির সার্বিক আয়োজনে ছিলেন,
হেলাল উদ্দীন, মামুনুর রশিদ মামুন, আব্দুল হাকিম, আব্দুল হালিম, সামাদুর রহমান অপু।
সবার শুরুতে ফ্রান্স বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা স্বাগত বক্তব্যে আয়োজকদের পক্ষ থেকে তিনি ৪টি বিধি উপস্থাপন করেন।
(১) ভোটার নিবন্ধন ও পোস্টাল ভোটিং সংক্রান্ত বিষয়ে সার্বিক ক্যাম্পিং করার জন্য আহ্বান
(২) অনলাইনে দলীয় সদস্য ফর্মগুলি পূরণ করে দলের সদস্য অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান
(৩) যথাযজ্ঞ মর্যাদায় ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব জাতীয় সংহতি দিবস পালনের জন্য আলোচনা।
(৪) জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ফ্রান্স’র আত্মপ্রকাশ
পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করুন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম, মোবাইল- ০৬৫২১৫১১৯৫.
১ম ঠিকানা, Monika cash& curry, Quatre Chemins
86 avenue Jean Jaurès 93500. Mr. suhag Mohammed Ehsan.
২য় ঠিকানা, Taxi phone boutique. MR. salim Ahmed & Muhib Ahmed. 20 Boulevard Anatole France 93300 Aubervilliers.
অনুষ্ঠানে মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন,
সাবেক ছাত্রনেতা ও ফ্রান্স বিএনপি নেতা জুনেদ ফারহান, তাজ উদ্দিন, নাজমুল ইসলাম।
সভার শেষপ্রান্তে দলের চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত
কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিবেশন করেন বিএনপি নেতা সিরাজুর রহমান।
অনুষ্ঠান শেষে সকলের মধ্যে বিশেষ আপ্যায়নের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, গত ১৮/১০/২০২৫ তারিখে বহিঃবিশ্ব বিএনপির সাংগঠনিক সমন্বয়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভাই আহ্বানে জরুরি ভারচুয়াল মিটিং এ উনার নিদের্শনা এবং অন লাইনে বিএনপির সাধারণ সদস্যের তালিকাভুক্তির লিংক পাওয়ার পর থেকে ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ এই সব এজেন্ডা নিয়ে কার্যক্রম শুরু করেছেন, এনআইডি ও ভোটার তালিকা নিবন্ধন সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ আর্টিকেল ।