দর্পণ রিপোর্ট : প্যারিসে গাড়ি চালকদের জন্য পেরিফেরিকের সর্বোচ্চ গতি ঘন্টায় ৭০ কি.মি থেকে ৫০ কি.মি এ নামিয়ে আনা হচ্ছে। আগামী অক্টোবর মাস থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র আন ইদাল্গো। আজ সোমবার তিনি এ ঘোষণা দিয়ে বলেন, এটি আমার সিদ্ধান্ত। আর এটা ১ লা অক্টোবর থেকেই কার্যকর হবে। আমরা গত ১৮ বছর থেকে এটা নিয়ে কাজ করছি। এটা নতুন কোন আলোচনার বিষয় নয়। গতিসীমা কমানোর আলোচনা জানুয়ারিতেই চুড়ান্ত ছিল ল, কেবল প্যারিস অলিম্পিকের জন্য তা দীর্ঘায়িত করা হয়েছে যোগ করেন ইদাল্গো।