বুধবার (২৫ ডিসেম্বর, ২০১৯) প্যারিস ১৯ এ অবস্থিত L’HEURE BLEUE রেস্টুরেন্টে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কমিটি এবং কার্যকরী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি আরিয়ান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির প্রধান সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন অন্যতম উপদেষ্টা শাহাদাত হোসেন সাইফুল। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ফেরদৌস করিম আখঞ্জী, ফয়সাল মিঞা এবং নজমুল কবির। ক্লাবের কার্যকরী পরিষদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন শোয়েব, মাশেকুর রহমান, মোঃ মাসুদ, শাহ আল ইমরান, অহিদুজ্জুমান সালমান, আতিকুর রহমান, সানবীর রহমান সাইদুল, মোহাম্মদ রাব্বী এবং রাকীব।
সভায় সম্প্রতি অনুষ্ঠিত ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন, ক্লাবের গঠনতন্ত্রের বাংলা সংস্করণ তৈরি, প্রাকটিস করার জন্য একটি স্থায়ী ক্রিকেট মাঠের জন্য চেষ্টা করা, ক্লাবের ব্যয় নির্বাহের জন্য অার্থিক উৎস নিশ্চিতকরন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহের সার্বিক অবস্থা সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনায় অংশ নেন সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন সাইফুল, ফেরদৌস করিম আখঞ্জী, ফয়সাল মিঞা, নজমুল কবির, আরিয়ান খান রাসেল, ফারুক হোসেন শোয়েব, মাশেকুর রহমান, শাহ আল ইমরান প্রমূখ । সভা শেষে উপস্থিত সদস্যদের নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন ক্লাবের অন্যতম উপদেষ্টা শাহাদত হোসেন সাইফুল ।