ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ কমিউনিটির নানাস্তরের প্রবাসীর উপস্থিতির মধ্য দিয়ে মনডিয়াল ট্রাভেলস এর দ্বিতীয় শাখা উদ্বোধন হয়ে গেলো। গত সোমবার ২৫ আগস্ট প্যারিসের গার দু লিস্ট এ মনডিয়াল তাদের দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে মনডিয়াল ট্রাভেলস এর স্বত্তাধিকারী ইব্রাহিম হাসান জানান, মনডিয়াল আপনাদেরই ভালবাসায় গড়ে ওঠা প্রতিষ্ঠান। সার্ভিসের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে। মনডিয়াল কেবল এয়ার টিকেটিং আর ভিসা সার্ভিস সেবার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। টুরিজম সেক্টরের বিশাল সেক্টরে বিচরণ করবার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএফ এর সভাপতি এমডি নুর, আইছা প্রো এর পরিচালক কমিউনিটি ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ কয়েছ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী আউয়াল রহমান, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন এর মোহাম্মদ মাহবুব হোসেন, মোহাম্মদ আরিফ উল্লাহ, স্যোসাল এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী, ফটো সাংবাদিক ফরিদ আহমেদ, ইকবাল মোহাম্মদ, শাহ সুহেল, ইয়াসিন খোকন, মাসুদ আহমেদ, ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপের সাধারন সম্পাদক তানিম হোসেন, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, এলান খান চৌধুরী, মাহাবুব হোসেন, আরিফুল আরিফ, বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্স এর সভাপতি মোতালেব খান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম শামীম, এউড পয়েন্ট এর পরিচালক ফয়সাল মাহমুদ, ফ্রেন্স উইথ রাকীব এর পরিচালক রাকিবুল ইসলাম, আহমদুল ইসলাম ইমরোজ, কবি সাগর শাখাওয়াত, ব্যবসায়ী এবং ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব হাসান শাহ, বিসিএফ নির্বাহী সদস্য শাহেদ ভুঁইয়া, মোহাম্মদ সাঈদ, হাসনাত মুজাহিদ, আবুল কালাম আজাদ, মাহফুজ আহমেদ মোহসীন, মোহাম্মদ জহির, আশরাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্স এর পক্ষ থেকে একটি কেক উপহার দেয়া হয় এবং তা কেটে উদ্বোধনী পর্বকে উপভোগ্য করে তোলে।
বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ এর পক্ষ থেকে সভাপতি এমডি নুর এর নেতৃত্বে একটি টীম উপস্থিত হয় এবং ফুলের তোড়া দিয়ে মনডিয়ালের কর্নধার ইব্রাহিম হাসানের ব্যাবসায়িক এই অভিযাত্রাকে স্বাগত জানান।