২০১২ সালের পর সবচেয়ে বড় ঠান্ডার কবলে পড়েছে প্যারিস তথা ফ্রান্স। আগামী কাল থেকে পরবর্তী কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাষ বলছে প্যারিস সহ ফ্রান্সের উপর দিয়ে কঠিন ঠান্ডা বয়ে যাবে। ইতিমধ্যে ফ্রান্স মেট্রোপলিটন এলাকার অনেক বিভাগে অরেঞ্জ শতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সের এই শীতলতম আবহাওয়াকে রাশিয়ার ঠান্ডার সাথে তুলনা করে অনেকেই “মস্কো-প্যারিস” ঠান্ডা বলে অবিহিত করেছেন। ফ্রান্সের আল্পের তাপমাত্রা হিমাংকের নিচে ২৫ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসার পূর্বাভাষ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এসময় প্যারিসের তাপমাত্রা হিমাংকের নিচে ৭ এ নামার সম্ভাবনা রয়েছে। তবে এমন বরফ শীতল তাপমাত্রা কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। এর আগে ২০১২ সালে তাপমাত্রা আরো নেমে এসেছিল। তখন এমন শীতল তাপমাত্রাকে অনেকেই প্যারিস-মস্কো শীতল তাপমাত্রা হিসাবে অভিহিত করেন। এর পেছনে প্যারিস-মস্কো শীতল রাজনীতির প্রতি প্রচ্ছন্ন ইংগিত দিয়ে থাকেন। এ সময় প্যারিসের অর্ক ক্যানেলের পানি কিছু কিছু এলাকায় বরফ হয়ে জমে যেতে দেখা যায়।
সর্বশেষ সংবাদ