স্টাফ রিপোর্টার -সরকারি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি কাল মঙ্গলবার ফ্রান্স আসছেন। তাঁর ফ্রান্স আগমনকে ঘিরে প্যারিসে বাংগালি পাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। ফ্রান্স আওয়ামীলীগ তাদের নেত্রীর আগমনকে সফল করতে প্রস্তুতি সভা করে চলেছে । দলীয় নেতা কর্মীরা ফেইসবুকে তাদের নেত্রীর আগমনকে স্বাগত জানিয়ে প্রতিদিন পোস্ট করে চলেছেন। সামাজিক সংগঠন গুলিও প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স আগমনকে সামনে রেখে ইতোমধ্যে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের মরদেহ দেশে ফেরত,, দেশে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধসহ ১০ দফা দাবি উপস্থাপন করেছেন। ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান বলেন, ফ্রান্স তথা ইউরপের প্রবাসীদের বিভিন্ন সমস্যা বিশেষ করে রাষ্ট্রীয় খরচে প্রবাসীদের মরদেহ দেশে নেয়া, বিমান বন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধশ বিভিন্ন দাবি আমরা অনেক এমপি, মন্ত্রী সরকারি আমলার মাধ্যমে প্রধানমন্ত্রীর কানে পৌঁছানোর চেষ্টা করেছি কয়েক বছর ধরে । এবার যেহেতু প্রধান মন্ত্রী সয়ং সরকারি সফরে ফ্রান্স আসছেন সেহেতু আমরা চেষ্টা করবো আমাদের এই যৌক্তিক দাবি গুলো প্রধানমন্ত্রীর হাতে সরাসরি তুলে ধরতে।
শেখ হাসিনার আসন্ন আগমনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার ভাব বিরাজ করছে । ফ্রান্স আওয়ামীলীগ এ পর্যন্ত সফরকে কেন্দ্র করে ২ টি প্রস্তুতি সভা করেছে।
অন্যদিকে ফ্রান্স বিএনপিও শেখ হাসিনার সফরের বিরোধিতা করে প্রতিরোধের ডাক দিয়েছে। তারাও প্রতিবাদ সমাবেশ করছে। তাদের প্রতিরোধ সমাবেশ সফল করতে সভায় মিলিত হয়ে নেতৃবৃন্দ তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। আওয়ামীলীগের ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস জানান, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে সম্মান জনক এবং সার্থক করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারা প্রস্ততি সভা করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন। আওয়ামীলীগসহ সকল অংগ সংগঠনের নেতা কর্মীদেরকে সফরকে সফল করার জন্য একযোগে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।
ফ্রান্স আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান এই প্রতিবেদককে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী, মানবতার জননী, মমতাময়ী শেখ হাসিনার ফ্রান্স আগমন উপলক্ষে ফ্রান্স আওয়ামীলীগসহ বাংলাদেশি কমিউনিটিতে সাজ সাজ রব ।দীর্ঘ দিন পর বাংলাদেশি প্রধানমন্ত্রী ফ্রান্স এর প্রেসিডেন্ট ও সরকারের প্রধানমন্ত্রীর আমন্ত্রনে প্রথমবারের মত সরকারি সফরে ফ্রান্স আসছেন। ফ্রান্স আওয়ামী্লীগ যুবলীগ ছাত্রলীগসহ সকল অংগসংগঠন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আনন্দমুখর পরিবেশে নেত্রীর এই আগমনকে স্বাগত জানাতে নানামুখি প্রস্তুতি গ্রহন করেছে।
আওয়ামীলীগের সম্মানিত সভাপতি এম এ কাশেম ও তারুন্যের অহংকার বিপ্লবী সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের নেতৃত্বে সমগ্র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এক আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা ফ্রান্সের মাটিতে দেশের আঠার কোটি মানুষের নয়নেরমণী আমাদের নেত্রীকে সুস্বাগত জানাচ্ছি।
অপর দিকে বিএনপির ফ্রান্স শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, যে কোন মূল্যে ফ্রান্সে শেখ হাসিনার আগমনকে প্রতিরোধ করবেন তারা। এই জন্য তারা বারবার সভায় মিলিত হয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। শেখ হাসিনার আগমনের প্রতিবাদে তারা ফ্রান্সে বিশাল প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা করছেন । এই সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা ফ্রান্সে আসার প্রস্তুতি নিচ্ছেন।
ফ্রান্স দুতাবাস থেকে পরিস্কার ভাবে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে কোন কিছু না জানালেও একটি সুত্র জানায়, আগামি ৯ নভেম্বর ফ্রান্স সরকারের আমন্ত্রনে শেখ হাসিনা ফ্রান্স আসছেন। ওই দিনই তিনি ফ্রান্সের এলিজি প্যালেসে ফ্রান্সের প্রেসিদডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাত করবেন একই দিনে তিনি প্রধানমন্ত্রী জন কাটেস্কের সঙ্গে ফ্রান্সের সরকারি বাসভবন ম্যাটিগননে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোর সদর দপ্তরে ‘ইউনেস্কো-বাংলাদেশ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিত্রনী অনুষ্ঠান এবং একই স্থানে ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী অনুষ্ঠানেও যোগ দিবেন। এছাড়াও ১৩ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিবেন।