লন্ডন: গেল ৬ অক্টোবর রোববার এলবিপিসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট–এনিজেদের ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও গ্লোবালসুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানালো মোহামেডান স্পোর্টিং ক্লাব, যুক্তরাজ্য। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ৫ অক্টো্বর বিশেষ এআয়োজন করে ক্লাবটি।
রবিবার পূর্ব লন্ডনের স্টেপনি গ্রীন ফুটবল মাঠজুড়ে মোহামেডানেরপক্ষ থেকে ‘স্টপ দ্য জেনোসাইড’ বার্তা দেয়া হয় এবং দলেরখেলোয়াড়দের জার্সিতে ফিলিস্তিনের পতাকাসহ ‘পিস অ্যান্ড ফ্রিডম’, ‘রেড লাইন ফর গাজা’, ‘ফ্রি গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘এন্ড দ্যাঅকুপেশন’, ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ ইত্যাদি লেখা বিভিন্ন স্লোগানপ্রদর্শিত হয়।
অনাড়ম্বর এ আয়োজনের মাধ্যমে ক্লাবের টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড় ও সমর্থকরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি তাদেরভালোবাসা ও অবিচল সংহতি প্রকাশ করেন। খেলার মাঠে মানবতারএমন অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত এবং অভিনব হৃদয় ছুঁয়ে যাওয়া এ দৃশ্যমাঠে উপস্থিত দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
ফ্লোটিলার অভিযাত্রীদের সাহসিকতাকে স্বাগত জানিয়ে ক্লাবের পক্ষথেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এই উদ্যোগের লক্ষ্য হলো ফিলিস্তিনেরজনগণের পাশে দাঁড়ানো ও গণহত্যা বন্ধের আহ্বান জানানো এবংগ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংহতি জানানো। সর্বোপরি, নির্যাতিতফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং দখলদার ইসরাইলিআগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজনকরা হয়েছে। স্বাধীন ফিলিস্তিন সেখানকার মানুষের অধিকার। পূর্বজেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবেস্বীকৃতি দিতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা, এবংরাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। ১৯৬৭ সালেরপূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে।ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতেহবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়াগাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ৭৪ জনমানুষ শহিদ হয়েছেন। যার মধ্যে ২০ হাজারই শিশু। সেখানে সংবাদসংগ্রহ করতে গিয়ে শহিদ হয়েছেন ৩৬৫ জন সংবাদকর্মী। ধ্বংসস্তূপেরনিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন। এক লাখ ৬৯ হাজার৪৩০ জন আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবংঅবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাই। ইরাকে গণহত্যার জন্য অন্যতমদায়ী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প গাজার প্রশাসক হিসেবে নিয়োগের প্রস্তাব করেছেন।আমরা ডোনাল্ড ট্রাম্পের এই ঘৃণ্য প্রস্তাবের তীব্র নিন্দা জানাই।’
বিবৃতিতে গাজার মানুষের ওপর জুলুম বন্ধ না করলে ইসরায়েলকে সবধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেক্লাবটি।