ফ্রাণ্সে আঞ্চলিক সামাজিক সংগঠন ফেনী সমিতির নয়া কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ খান বাবুকে সভাপতি শেখ দাউদকে সিনিয়র সহ-সভাপতি আলমগীর আলমকে সাধারন সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি যথাক্রমে ইসলাম রফিক , শাহেদ শরীফ টিপু , তুষার তুহিন, সাইফুর রহমান বিপুল, মিজানুর রহমান , আবুল কাশেম মিলন, জসিম উদ্দিন, রতন চক্রবর্তী , আতাউর রহমান হেলাল, ইউচুপ পাটোয়ারি, আবুল হাসেম, বাদশা রুবেল , হাজী জহির, সাইফুল ইসলাম, ওলি রাজা , জসিম উদ্দিন, কাউসার মাহমুদ ও হাজারী নিজাম। সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক রেজাউল করিম মাসুদ, যুগ্ম- সাধারন সম্পাদক মোশারফ হোসেন, জাফল উল্লাহ সবুজ, মোহাম্মদ জনি, এপলো মজুমদার, আব্দুল কাদের মজুমদার, সাখাওয়াত হোসেন টিটু, আরিফ উল্লাহ। সাংগঠনিক সম্পাদক .ইব্রাহিম তারা , প্রচার সম্পাদক আরমান মোঃ ইয়াসিন ।