স্টাফ রিপোর্টার ঃঃ ফ্রাণ্সের বাংলাদেশী কমিউনিতিতে বিনামূল্যে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আলোচিত সামাজিক গ্রুপ ফ্রাণ্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ ‘এফবিএসজি’র নয়া কার্যকরী কমিটি গঠন করা হয়েছে ।
এতে গ্রুপটির প্রতিষ্ঠাতা আবু হাসানকে সভাপতি মাহমদুল হাসানকে সহসভাপতি এবং সোহাগ ইসলামকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে ।
গতকাল বিকেল ৫ টায় শ্রমিক অফিসে নতুন কমিটির পূর্ণাঙ্গ লিষ্ট ঘোষণা করা হয়: এতে
উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন “কামাল চৌধুরি, পাঠওয়ারি মোহাম্মেদ ও হাসান শাহ”
কার্যকরী কমিটিতে রয়েছেন “সভাপতি আবু হাসান, সহ সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি সোহাগ ইসলাম, কোষাদক্ষ ফরহাদ আহমেদ, প্রচার সম্পাদক জাহিদুল হক, ইব্রাহিম হাসান, সাজিবুল ইসলাম ও কলিম উদ্দিন।
এক্সিকিউটিভ মেম্বারে “লাভলু বড়ুয়া, রাকিবুল ইসলাম, রাজু আহমেদ, আবু সাঈদ, কামরুজ্জামান, সাহেদ আহমেদ, তানিম হোসেন প্রমুখ।
ক্রিকেটে “অধিনায়ক শাহিন মোহাম্মেদ, আতিক, অলি, মালেক, হান্নান, কাদের প্রমুখ।
উক্ত কমিটি দ্বারা কমিউনিটিকে সেবা প্রদানে সকলেই বদ্ধপরিকর ও শতভাগ সেচছাশ্রমী হয়ে কাজ করার প্রত্যয়ী ।
এদিকে এই নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন , ফ্রাণ্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম,হিউম্যান রাইটস পীস ফর বাংলাদেশ, ফ্রাণ্সের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী এবং সাধারন সম্পাদক আজাদ মিয়া ।