ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাব্বানী খানের ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ

  • আপডেট সময় ১১:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : অভিবাসীদের সমাজের মূলস্রোতে আনার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মিউনিসিপালিটি কাউন্সিলর বাংলাদেশি কমিউনিটির সবার প্রিয় মুখ কৈশিক রাব্বানী খান

সিনেটের সর্বোচ্চ সম্মান ‘মেডেল ড’অনার ডু সিনেট’ অর্জন করেছেন।
গত শনিবার ওফিওরার হল রুমে এক অনারম্ভর অনুষ্ঠানে  Sénateur de Paris, Ian BROSSAT উপস্থিত হয়ে কৌশিক রাব্বানীর হাতে এই স্বর্ণের মেডেলটি তুলে দেন।  এই মেডেলটির গায়ে লেখা রয়েছে রাব্বানী খান।
এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাব্বানীর  গর্বিত পিতা বাংলাদেশি কমিউনিটি নেতা ইপিবিএ ও গাজিপুর জেলা সমিতির সভাপতি ফারুক খান, কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, ডা: হাবিবা জেসমিন, রাব্বানী খানের স্ত্রী ও একমাত্র পুত্র।
মেডেল প্রদান করে সিনেটর ইয়ান ব্রসা তার বক্তব্যে বলেন, “আজ আমরা রাব্বানি খানকে সম্মান জানিয়ে ফ্রান্সের সেই মূল্যবোধকে উদযাপন করছি যা বৈচিত্র্যের ওপর প্রতিষ্ঠিত। OFIORA-এর মতো একটি অসাধারণ প্রতিষ্ঠান হাজার হাজার অভিবাসীকে ফরাসি ভাষা শেখানো থেকে শুরু করে সমাজে সফলভাবে একীভূত হতে সাহায্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ফ্রান্স একটি রাজনৈতিক জাতি, যা মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, জাতিগত বিভাজনের ওপর নয়।”

তিনি আরও যোগ করেন, “আমাদের পার্লামেন্টে প্রায়ই অভিবাসীদের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয়। কিন্তু রাব্বানি খান ও তার প্রতিষ্ঠানের কাজ সেই সব তর্ক-বিতর্কের চেয়ে শক্তিশালী উদাহরণ। অভিবাসীদের জীবনমান উন্নত করতে তার এই অসাধারণ অবদানই তাকে এই সম্মানের জন্য যোগ্য করে তুলেছে।”
বলেন, যে আজকে পার্লামেন্টে প্রায়ই কথা উঠে যে বিদেশীরা এখানে  মানে ফ্রান্সে ভালভাবে integrated হয় না বা হতে চায় না। তিনি আরও বলেন রাব্বানীর কাজ এখানে পার্লামেন্ট দেখলেও বুঝবে যে রাব্বানী ও তার প্রতিষ্ঠান এই বিদেশীদের ভাষা শেখানো থেকে শুরু করে বিভিন্ন ভাবে সহযোগিতা করে কিভাবে Integrated করতে সাহায্য করছে। রাব্বানী কে এই পুরস্কার টি এইজন্যই দেওয়া হয়েছে।
রাব্বানী খান এই মেডেল লাভের পর
অনুভুতি ব্যক্ত করে বলেন,  পুরস্কার গ্রহণের সময় রাব্বানি খান আবেগপ্রবণ হয়ে বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি আমাদের পুরো OFIORA পরিবারের। আমরা একসঙ্গে কাজ করেছি অভিবাসীদের জীবনে পরিবর্তন আনতে, তাদের শিক্ষা, সামাজিক ইন্টিগ্রেশন এবং জীবনের গুণগত মান উন্নত করতে। আমি এই পদকটি আমার দলের প্রতি উৎসর্গ করছি। তারা সবসময় আমার পাশে থেকেছে এবং আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আজকে থেকে আরও  বেশি কাজ করার আরও বেশি করে নিজেকে তুলে ডোরার জন্য আমি এবং আমার দোল প্ৰতীক্ষাবদ্ধ।   আজকে থেকে আরেকটি নতুন চেলেঞ্জের শুরু যেনো আমাদের কাজের ম্যান ও পরিধি বাঘের থেকে বড়  ও বেশি হয়।  ”

ফেইসবুকে অভিনন্দনের বন্যা বয়ে যায়।  কমিউনিটির বিভিন্ন শ্রেনীর মানুষ তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছে।
উল্লেখ্য  প্রথম  বাংলাদেশি হিসেবে রাব্বানি খান এই পদক লাভ করল।
ওফিওরা’র প্রতিষ্টাতা কৌশিক রাব্বানী খান দুইবছর পূর্বে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোর সাথে  দুভাষী হিসেবে নিজ দেশে  সরকারি সফর করেন।   তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে মিউনিসিপালিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে বর্তমানে স্তা মেরিতে দায়িত্ব পালন করছেন।
ফ্রান্সের সিনেট থেকে  ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ করায় রাব্বানী খানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী,  ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক ও বিডি ম্যুবিল ওবারভিলা স্বত্ত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সেক্রেটারি মো: মোসাদ্দেক হোসেন সাইফুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

Priority Seats: But Where Is Humanity?

ফ্রান্সের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর রাব্বানী খানের ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ

আপডেট সময় ১১:৪০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার : অভিবাসীদের সমাজের মূলস্রোতে আনার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মিউনিসিপালিটি কাউন্সিলর বাংলাদেশি কমিউনিটির সবার প্রিয় মুখ কৈশিক রাব্বানী খান

সিনেটের সর্বোচ্চ সম্মান ‘মেডেল ড’অনার ডু সিনেট’ অর্জন করেছেন।
গত শনিবার ওফিওরার হল রুমে এক অনারম্ভর অনুষ্ঠানে  Sénateur de Paris, Ian BROSSAT উপস্থিত হয়ে কৌশিক রাব্বানীর হাতে এই স্বর্ণের মেডেলটি তুলে দেন।  এই মেডেলটির গায়ে লেখা রয়েছে রাব্বানী খান।
এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাব্বানীর  গর্বিত পিতা বাংলাদেশি কমিউনিটি নেতা ইপিবিএ ও গাজিপুর জেলা সমিতির সভাপতি ফারুক খান, কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, ডা: হাবিবা জেসমিন, রাব্বানী খানের স্ত্রী ও একমাত্র পুত্র।
মেডেল প্রদান করে সিনেটর ইয়ান ব্রসা তার বক্তব্যে বলেন, “আজ আমরা রাব্বানি খানকে সম্মান জানিয়ে ফ্রান্সের সেই মূল্যবোধকে উদযাপন করছি যা বৈচিত্র্যের ওপর প্রতিষ্ঠিত। OFIORA-এর মতো একটি অসাধারণ প্রতিষ্ঠান হাজার হাজার অভিবাসীকে ফরাসি ভাষা শেখানো থেকে শুরু করে সমাজে সফলভাবে একীভূত হতে সাহায্য করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ফ্রান্স একটি রাজনৈতিক জাতি, যা মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, জাতিগত বিভাজনের ওপর নয়।”

তিনি আরও যোগ করেন, “আমাদের পার্লামেন্টে প্রায়ই অভিবাসীদের ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয়। কিন্তু রাব্বানি খান ও তার প্রতিষ্ঠানের কাজ সেই সব তর্ক-বিতর্কের চেয়ে শক্তিশালী উদাহরণ। অভিবাসীদের জীবনমান উন্নত করতে তার এই অসাধারণ অবদানই তাকে এই সম্মানের জন্য যোগ্য করে তুলেছে।”
বলেন, যে আজকে পার্লামেন্টে প্রায়ই কথা উঠে যে বিদেশীরা এখানে  মানে ফ্রান্সে ভালভাবে integrated হয় না বা হতে চায় না। তিনি আরও বলেন রাব্বানীর কাজ এখানে পার্লামেন্ট দেখলেও বুঝবে যে রাব্বানী ও তার প্রতিষ্ঠান এই বিদেশীদের ভাষা শেখানো থেকে শুরু করে বিভিন্ন ভাবে সহযোগিতা করে কিভাবে Integrated করতে সাহায্য করছে। রাব্বানী কে এই পুরস্কার টি এইজন্যই দেওয়া হয়েছে।
রাব্বানী খান এই মেডেল লাভের পর
অনুভুতি ব্যক্ত করে বলেন,  পুরস্কার গ্রহণের সময় রাব্বানি খান আবেগপ্রবণ হয়ে বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি আমাদের পুরো OFIORA পরিবারের। আমরা একসঙ্গে কাজ করেছি অভিবাসীদের জীবনে পরিবর্তন আনতে, তাদের শিক্ষা, সামাজিক ইন্টিগ্রেশন এবং জীবনের গুণগত মান উন্নত করতে। আমি এই পদকটি আমার দলের প্রতি উৎসর্গ করছি। তারা সবসময় আমার পাশে থেকেছে এবং আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আজকে থেকে আরও  বেশি কাজ করার আরও বেশি করে নিজেকে তুলে ডোরার জন্য আমি এবং আমার দোল প্ৰতীক্ষাবদ্ধ।   আজকে থেকে আরেকটি নতুন চেলেঞ্জের শুরু যেনো আমাদের কাজের ম্যান ও পরিধি বাঘের থেকে বড়  ও বেশি হয়।  ”

ফেইসবুকে অভিনন্দনের বন্যা বয়ে যায়।  কমিউনিটির বিভিন্ন শ্রেনীর মানুষ তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছে।
উল্লেখ্য  প্রথম  বাংলাদেশি হিসেবে রাব্বানি খান এই পদক লাভ করল।
ওফিওরা’র প্রতিষ্টাতা কৌশিক রাব্বানী খান দুইবছর পূর্বে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মেক্রোর সাথে  দুভাষী হিসেবে নিজ দেশে  সরকারি সফর করেন।   তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে মিউনিসিপালিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে বর্তমানে স্তা মেরিতে দায়িত্ব পালন করছেন।
ফ্রান্সের সিনেট থেকে  ফ্রান্স সিনেটের ‘মেডেল ড’অনার’ লাভ করায় রাব্বানী খানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের কমিউনিটি ব্যক্তিত্ব মো: আশরাফুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি শাহিন আরমান চৌধুরী,  ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক ও বিডি ম্যুবিল ওবারভিলা স্বত্ত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সেক্রেটারি মো: মোসাদ্দেক হোসেন সাইফুল।