ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম ২০১৮ সালের ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন। সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ফরাসি এই কোচের নাম ঘোষণা করা হয়। রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লীগ জেতানো জিনেদিন জিদান ও ক্রোয়েশিয়াকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তোলা জøাতকো দালিচকে হারিয়ে পুরস্কারটি জেতেন দেশম। দেশকে বিশ্বকাপ জিতিয়ে অসাধারণ এক কীর্তিও গড়েন দেশম। ব্রাজিলের মারিও জাগালো আর জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পর তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই শিরোপা জেতেন ৪৯ বছর বয়সী সাবেক এই ফুটবলার। জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবল প্রেমীদের ভোটে বর্ষসেরা কোচ নির্বাচন করা হয়।