ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর রোদেজে এক ব্যক্তির ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শহরটির পুলিশ প্রধান প্যাসকেল ফিলো। ওই হামলাকারীর ব্যাপারে পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই শহরের মেয়র ও পুলিশ প্রধানের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছিলেন ওই হামলাকারী। বৃহস্পতিবার রাস্তার মাঝখানে তিনবার ছুরি দিয়ে কোপ দেওয়া হয় ফিলোকে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই প্রাণ হারান তিনি।
রোদেজের মেয়র ক্রিস্টিয়ান তেইসেদ্রে বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় এই ঘটনা ঘটে। ফিলো তিন সন্তানের জনক ছিলেন। তিনি বলেন, পুলিশ হামলারকারীকে চেনে। তাকে ১১ এপ্রিল আটক করা হয়েছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারের আগে এক বুটিক শপে লুকিয়ে ছিলেন হামলাকারী। অভিযোগ রয়েছে, কয়েকমাস আগে ওই ব্যক্তির কুকুর নিয়ে গিয়েছিলো স্থানীয় প্রশাসন। এরপর থেকেই তিনি হুমকি দিয়ে আসছিলেন।