ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বৃটেনে সাফল্যের আলো ছড়ালেন বাংলাদেশি তরুণী তাহমিনা আহমদ পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয়

ফ্রান্সে তীব্র গরমে ৪ পারমাণবিক কেন্দ্র বন্ধ

  • আপডেট সময় ০৩:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
  • ৪৩৭ বার পড়া হয়েছে

ফ্রান্সে তীব্র গরমের কারণে সাময়িকভাবে চারটি পারমাণবিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিএফ এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সংবাদমাধ্যমটি জানায়, ফেসেনহাইমে দেশটির সবচেয়ে পুরাতন পরমাণুকেন্দ্র বন্ধ করা হয়েছে। এর আগে সপ্তাহের শুরুতেও আরও তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হয়। আর সবক্ষেত্রেই কারণ ছিলো একটাই। অতিরিক্ত গরম।

কর্মকর্তারা জানান, নদীর পানি দিয়ে এই কেন্দ্রগুলো ঠান্ডা রাখার চেষ্টা করা হয়। কিন্তু গরম পানির কারণে নদীতে মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে জার্মানিতেও একই ঘটনা ঘটেছে।

চলতি সপ্তাহের প্রথমে ইডিএফ-এর মুখপাত্র জানিয়েছিলেন, উৎপাদন স্থগিত হওয়া পারমাণবিক চুল্লিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোন ও রাইন নদীর পানি ব্যবহার করা হয়। কিন্তু নদী দুটিতে উচ্চ তাপমাত্রা বিরাজের বিষয়টি নিবন্ধিত হওয়ার পর চুল্লিগুলোতে উৎপাদন কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বন্ধ হওয়া চার চুল্লির একটি জার্মান সীমান্তে অবস্থিত বলে জানিয়েছে রয়টার্স।

বিগত কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। এতে প্রাণ হারিয়েছেন অনেকে। সুইজারল্যান্ডে চলছে খরা। হেলিকপ্টার এসোসিয়েশন ও বিমানবাহিনী হাজার হাজার গ্যালন পানি সরবরাহ করছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোন উপত্যকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত উঠতে পারে। ১৯৭৭ সালের জুলাইয়ে ইউরোপে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রবিবার স্পেন ও পর্তুগালের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বৃটেনে সাফল্যের আলো ছড়ালেন বাংলাদেশি তরুণী তাহমিনা আহমদ

ফ্রান্সে তীব্র গরমে ৪ পারমাণবিক কেন্দ্র বন্ধ

আপডেট সময় ০৩:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮

ফ্রান্সে তীব্র গরমের কারণে সাময়িকভাবে চারটি পারমাণবিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিএফ এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সংবাদমাধ্যমটি জানায়, ফেসেনহাইমে দেশটির সবচেয়ে পুরাতন পরমাণুকেন্দ্র বন্ধ করা হয়েছে। এর আগে সপ্তাহের শুরুতেও আরও তিনটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হয়। আর সবক্ষেত্রেই কারণ ছিলো একটাই। অতিরিক্ত গরম।

কর্মকর্তারা জানান, নদীর পানি দিয়ে এই কেন্দ্রগুলো ঠান্ডা রাখার চেষ্টা করা হয়। কিন্তু গরম পানির কারণে নদীতে মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে জার্মানিতেও একই ঘটনা ঘটেছে।

চলতি সপ্তাহের প্রথমে ইডিএফ-এর মুখপাত্র জানিয়েছিলেন, উৎপাদন স্থগিত হওয়া পারমাণবিক চুল্লিগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে রোন ও রাইন নদীর পানি ব্যবহার করা হয়। কিন্তু নদী দুটিতে উচ্চ তাপমাত্রা বিরাজের বিষয়টি নিবন্ধিত হওয়ার পর চুল্লিগুলোতে উৎপাদন কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বন্ধ হওয়া চার চুল্লির একটি জার্মান সীমান্তে অবস্থিত বলে জানিয়েছে রয়টার্স।

বিগত কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। এতে প্রাণ হারিয়েছেন অনেকে। সুইজারল্যান্ডে চলছে খরা। হেলিকপ্টার এসোসিয়েশন ও বিমানবাহিনী হাজার হাজার গ্যালন পানি সরবরাহ করছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোন উপত্যকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত উঠতে পারে। ১৯৭৭ সালের জুলাইয়ে ইউরোপে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রবিবার স্পেন ও পর্তুগালের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।