হাড়কাঁপানো কনকনে ঠান্ডায় ফ্রান্সের জন জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। গত কয়েকদিন থেকে ফ্রান্সের তাপমাত্রা হিমাঙ্কের নীচে অবস্থান করছে।
বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকলে ও প্যারিসে এমন কঠিন ঠান্ডা সাধারণত দেখা যায় না, বিগত একযুগেও এমন ঠান্ডা অনুভূত হয়নি বলে জানিয়েছে প্যারিসের প্রবাসীরা।
প্যারিসের গার্দ নর্দ স্টেশনে ভোরের আলোর দেখা মেলার আগে কাজের উদ্দেশ্যে ছুটে চলা ঈসমাইল হোসেন আরিফ নামে এক প্রবাসী জানায়, এখন তাপমাত্রা মাইনাস পাঁচ হলে ও সজোরে বয়ে যাওয়া বাতাসের কারণে তা মাইনাস দশ, এগারোর মত অনুভব হচ্ছে।
তীব্র ঠান্ডায় সাথে হিমশীতল বাতাসের কারণে রাস্তায় ছুটে চলা পথচারীদের নিশ্বাস নিতে কষ্ঠ হচ্ছে। অনেকেই জ্বর, সর্দির পাশাপাশি দেহের প্রদাহ এবং হাইপোথেরামিয়াতে (অস্বাভাবিক নিম্ন তাপমাত্রা জনিত রোগ) ভুগছে। সকাল ৮টায় স্কুলগামী কোমলমতী ছাত্র ছাত্রীদের সবচেয়ে বেশী ঠান্ডার মুখোমুখী হতে হচ্ছে।
ঠান্ডার প্রকোপে প্যারিসের ঐতিহ্যবাহী কফি ও বার গুলোতে অনসময়ের তুলনায় ভীড় লক্ষ্য করা গেছে, রাস্তাঘাটে লোকজন কম থাকায় ক্রেতাহীন অলসঘন সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
বরফ শীতল এ তীব্র ঠান্ডায় দিনাতিপাত করছে প্যারিসের রাস্তায় প্লাস্টিকের তাবু বা কোম্বল মুড়ি দিয়ে টিকে থাকা আফগানিস্তান, সিরিয়া, আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে আশ্রয়ের আশায় আসা শত শত অভিবাসী।
আবহাওয়াবিদেরা বলছেন, গত কয়েক দশকের মধ্যে ইউরোপে এখন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।