কাওসার আহমেদ : বিশ্ব স্বজন ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উপলক্ষে ফ্রান্স শাখার আয়োজনে ‘স্বজন সমাবেশ’ ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে মাওলানা আমিন উদ্দিন পবিত্র মোনাজাত পরিচালনা করেন। এতে স্বজন ফাউন্ডেশনের সকল সদস্য এবং বাংলাদেশসহ বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মাওলানা কাউছার উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের সাফল্য তুলে ধরে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ১ যুগপূর্তি উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়। উপস্থিত প্রবাসী সদস্যদের উচ্ছ্বাস ও আন্তরিক অংশগ্রহণ এই উদযাপনকে আরও অর্থবহ করে তোলে।
বিশ্ব স্বজন ফাউন্ডেশন মানুষের কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। এটি দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।