শুক্রবার প্যারিসের ব্যাস্ততম গার্দোনডের প্যারিসিয়ান ক্যাফে রেষ্টুরেন্টে বাংলাদেশের প্রথাম পররাষ্ট্র মন্ত্রী ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক জাতীয় নেতা প্রয়াত আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ-ফ্রান্স।সংগঠনের আহব্বায়ক আজমল হোসেন’র সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক খায়রুল আলম মাজেদ ও মতিউর রহমান এর যৌথ পরিচালনায় সভায় জাতিয় এই নেতার স্মৃতি চারন করে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগ’র সহ-সভাপতি সুনাম উদ্দিন খালিক,বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ বার তাহের, সালেহ আহমদ চৌধুরী, শাজাহান শাহি, সুনামগন্জ জেলা পৌর প্যানেল মেয়র জসিম উদ্দিন ফারুক, সিনিয়র নেতা: জহিরুল হক মোতাল্লিব খান, মোদাব্বির হোসেন, ফ্রান্স আওয়ামী লীগ’র যুগ্ন সম্পাদক হাসান সিরাজ, নগর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আকিল ইব্রাহিম, সচেতন সিলেটবাসী’র আহব্বায়ক স্বরফ উদ্দিন স্বপন, কাজি আনোয়ার হোসেন, হাসান আহমদ‚জাহাংগির হোসেন, কামাল আহমদ, আজিজুর রহমান, হাসান আহমদ, জাকির হোসেন, রাজন আহমদ, মিজানুর রহমান, জসিম উদ্দীন ; শহিদুল ইসলাম চৌধুরী লাবু, চান রহমান, সুকেল আহমদ, জসিম উদ্দিন, রুবেল আহমদ, তাজেল আহমদ কোষিক দেব প্রজেস চক্রবর্তী সহ প্রমুখঃ
বক্তারা প্রয়াত এই মহান নেতা কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন।পরে মরহুম আব্দুস সামাদ আজাদের স্মররে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে মরহুম আব্দুস সামাদ আজাদ স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ