বিশেষ প্রতিনিধি মোঃমামুনুর রশীদ- যুক্তরাজ্য,ফ্রান্স,বাংলাদেশে অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার নবাং গ্রামের মৃতঃআহমদ আলীর ছেলে মেয়ের উদ্যোগে আর্তমানবতায় মৃতঃআহমদ আলী ট্রাস্ট অনলাইনে কমিটি গঠিত হয়েছে। সোমবার রাতে যুক্তরাজ্য প্রবাসী মোঃবাবুল আহমদ এর উদ্যোগে ও ফ্রান্স প্রবাসী মোঃ মামুনুর রশীদ (সাংবাদিক) এর পরিচালনায় যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে ফ্রান্স থেকে ট্রাস্ট গঠনের মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় ট্রাস্ট গঠনের মতবিনিময়ে উপস্থিত ছিলেন পরিবারের সকল সদ্যসদের মতে পরিবারের প্রয়াত মৃত্যুবরণকারী সহ সকল মরহুমদের আত্মার মাগফেরাত কামনার জন্য মৃতঃআহমদ আলীর নামে ট্রাস্ট গঠনের ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হল। ৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলে হলেন! ট্রাস্ট উপদেষ্টা মোঃ মামুনুর রশীদ(সাংবাদিক) ফ্রান্স প্রবাসী ট্রাস্টেরঃসাধারণ সম্পাদক:মোঃবাবুল আহমদ যুক্তরাজ্যে প্রবাসী। ট্রাস্টের সভাপতিঃমোঃ আমিনুর রশীদ আমুন। অর্থদাতা:পরিবারের সদস্য বৃন্দ। কোষাধ্যক্ষ:মোছঃমরিয়ম বেগম নিলু! সাংগঠনিক সম্পাদক মোছঃফাতিমা ইয়াছমিন সুমি! সমাজকল্যাণ সম্পাদক মোছাঃছিমা বেগম! অর্থদাতা:পরিবারের সদস্য বৃন্দ। এদিকে গঠিত নতুন ট্রাস্ট এর সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থী।
সর্বশেষ সংবাদ