ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে প্রাচীনতম ক্রীড়া সংগঠন সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছ।
শুক্রবার সংগঠনের সহ সভাপতি আমিনূর রশিদ (লেচু) মিয়ার সভাপতিত্বে,সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায়, প্যারিসের ৪৩ রুই মাক্স দর্মিতে আয়োজিত সাধারণ পরিষদের সভায় সকল সদস্যদের উপস্থিতিতে ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়।
পূনরায় ফয়ছল উদ্দিনকে সভাপতিত্ব করে নতুন কমিটির নাম ঘোষনা করা হয়। কমিটরি অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ (লেচু),সহ সভাপতি আব্দুল কাইয়ুম , সাধারন সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম ,যুগসাধারণ সম্পাদক আব্দুল কাদির , সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ , ক্রীড়াসম্পাদক শাহাজান মিয়া , প্রচার সম্পাদক ইসলাম মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বসরের জন্য ২০১৮-২০২১ সালের জন্য পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য ফ্রান্স প্রবাসীদের ক্রীড়া সংগঠন হিসেবে শাহজালাল স্পোর্টিং ক্লাব অনন্য ভুমিকা পালন করে আসছে।
















