স্টাফ রিপোর্টার : সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকান্ডের ১৩ বছর পেরিয়ে গেছে এখনো হয়নি বিচার।
ঠিক আরো কত বছর গেলে এ দম্পতি পাবে বিচার?
গতকাল রবিবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোনারবাংলা রেস্টুরেন্টে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় টেলিকনফারেন্সে প্রধান অথিতির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুল এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইউরো ভিশন নিউজের সম্পাদক মান্নান আজাদ, রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সাবেক কোষাধ্যক্ষ কামারুজ্জামান, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নয়ন মামুন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, এন টিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সহ সম্পাদক মিজানুর রহমান, কোষাধক্ষ্য মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ, মাই টিভি প্রতিনিধি বাদল পাল, শাবুল আহমেদ, সাংবাদিক মামুন মাহিন, আবু জাফর রাজু, সাইফুল ইসলাম রনি, বাংলাভিশন ফ্রান্স প্রতিনিধি ইয়াসিন আরাফাত সহ সাংবাদিকরা। শুরুতেই দোয়া পরিচালনা পরিচালনা করেন এমসি ইন্সটিটিউট এর পরিচালক মাওলানা বদরুল বিন হারুন।
এসময় টেলিকনফারেন্সে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন খুব দ্রুততম সময়ের মধ্যে সাগর রুনি তাদের বিচার হবে।
