ফ্রান্সে অাগামী মাস থেকে বেতন বাড়বে বলে ঘোষণা দিয়েছে সরকার। সর্বনিম্নবেতন SMIC বর্তমানের চেয়ে ১০% হারে বাড়বে। ফ্রান্সে মিনিমাম বেতন নির্ধারণের ৫০ বছর উদযাপন উপলক্ষে ফ্রান্স সরকার অাজ এই বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফ্রান্সে চলতি ২০১৯ সালের ১ জানুয়ারী প্রতি ঘন্টায় সর্বনিন্ম মজুরি ছিল ১০.০১ ইউরো। যা ফুলটাইম কাজ করলে মাসিক বেতন পেতো প্রায় ১৫২১ ইউরো। কিন্তু অাগামী মাস থেকে অর্থ্যাৎ ১ জানুয়ারী ২০২০ থেকে মিনিমাম বেতন SMIC বাড়বে ১০ % হারে।
সূত্রঃ নবকন্ঠ