দর্পণ প্রতিবেদক : ফ্রান্সের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল ফ্রান্স লা ফ্রান্স ইনসোমিজ এর পক্ষ থেকে ফ্রান্সের মিউনিসিপ্যালিটি নির্বাচনে’ডেপুটি মেয়র’ হিসনির্বাচনেন বাংলাদেশী বংশদ্ভোত ফরাসী নাগরিক নয়ন কিয়াং।
আগেই তার কমিশনার হিসেবে হিসেবে নির্বাচন করবার ব্যাপারটি নিশ্চিত হয়েছিলো। কিন্তু নয়ন ‘ফ্রান্স দর্পণ’ পত্রিকার সাথে আলাপকালে এই প্রতিনিধির কাছে জানিয়েছিলো যে, সে মূলতঃ ‘ডেপুটি মেয়র’ হিসেবে লড়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে। দলের ভেতর তার সেরকম একটি পজিশন তৈরি হয়েছে। আজ রোববার (২৬ জানুয়ারি) দলের সভায় তাকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচন করার অনুমোদন দেয়া হয়। তার নির্বাচনী এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে দলের মেনিফেস্টো ঘোষণা করা হয়।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশী সন্তান নয়ন কিয়াং ফ্রান্সের মিউনিসিপ্যালিটি নির্বাচনো ‘ডেপুটি মেয়র’ হিসেবে লড়বে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ