বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির নিন্দা জানিয়ে ইউরোপিয়ান পার্লামেন্ট একটি রেজুলেশন পাস করেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এ বিষয়ে সংসদে আলোচনা পরে এই রেজুলেশন পাস হয়।
এই প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধীরে ধীরে খারাপের দিকে যাওয়া মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে ওই রেজুলেশনে।
বাক-স্বাধীনতা ও সমাবেশ করার ক্ষমতা হ্রাস, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অতিরিক্ত শক্তি প্রয়োগ ও শ্রমাধিকার লঙ্ঘনের প্রতি মনোযোগ আকর্ষণ করে রেজুলেশনে এর প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
ওই রেজুলেশনে ইউরোপিয়ান প্রতিষ্ঠান অ্যাকর্ড যেন বাংলাদেশে কাজ করতে পারে, সে বিষয়ে জোরালো বক্তব্য দেওয়া হয়। আগামী ৩০ নভেম্বর থেকে অ্যাকর্ডের কার্যক্রম বন্ধের নিন্দা জানিয়ে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে কাজ করতে দেওয়ার আহ্বান জানানো হয়।