ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন শহীদ আবু সাঈদসহ সবার প্রতি সালাম জানালেন বিলেতের প্রধান কবি আহমেদ ময়েজ বালাগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে মানববন্ধন প্যারিসে খিয়াং নয়ন রচিত মোটিভেশনাল বিষয়ক ‘Impression de vie’ জীবনের ছাপ বইয়ের মোড়ক উন্মোচন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে- নবাগত ওসি নির্মল দেব এর মতবিনিময় ড. মুহাম্মদ ইউনুসের নামে প্যারিসে রাস্তার নামকরণ: একটি গৌরবময় মুহূর্ত বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফ্রান্সের তুলুজে বিশাল সমাবেশ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরজুড়ে বিক্ষুব্ধ বাংলাদেশ বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন বালাগঞ্জে সাংবাদিকদের সাথে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী রফিক আহমদ এর মতবিনিময়

বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন

  • আপডেট সময় ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

এসএম হেলাল : বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire

ইউনিভার্সিটি থেকে  MSC Human Resource managment এর উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।  তিনি গত ১১ জুলাই  এই ডিগ্রী অর্জন করেন।

হাফিজ মাওলানা সামসুল ইসলাম বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চাম্পার কান্দি গ্রামের মাস্টার সোনাহর আলীর ছেলে।
জানাগেছে, তিনি ২০২৩ সালে লন্ডনের  University of central Lancashire ইউনিভার্সিটিতে মাস্টার্স অপ সাইনস ইন হিওম্যান রিসোর্স মানেজম্যান্ট বিভাগে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান।

এর আগে সামসুল ইসলাম ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি ঢাকা থেকে ২০২০ সালে  Bachelor of Arts সম্পন্ন করেন। এছাড়াও তিনি ২০০৬ সালে হিফযুল কুরআন এবং ২০১৪ সালে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

আলাপকালে – সামসুল ইসলাম জানান, আমার পরিবার আমাকে নিয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন আমি বড় হয়ে যেনো সু-শিক্ষিত ও প্রতিষ্ঠিত হই।
এই জন্য আমি মন দিয়ে পড়াশোনা করেছি আর আমার পরিবার আমাকে সব সময় সাপোর্ট করেছেন। গত ১১ জুলাই আমি গ্রাজুয়েশন অর্জন করেছি । আমার এই  অর্জন আমার দেশের গর্ব। আমার রেজাল্ট নিয়ে আমি গর্ববোধ করি এবং এই অনুভূতি আমার কষ্টের সবকিছু লাঘব করে দিয়েছে। আর মনে হয়েছে আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এতো দূর-এসেছি আমার বাবা, মা, উস্তাদ, ভাই ও বোনের দুয়াতে। আমি দেশবাসীর কাছে দুয়া চাই-যেন আমার  অর্জন আর সাফল্য ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি এবং দেশের নাম উজ্জ্বল করতে পারি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কাজের আওতায় অনিবন্ধিত অভিবাসীদের বৈধতার শর্ত শিথিল করল স্পেন

বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন

আপডেট সময় ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

এসএম হেলাল : বালাগঞ্জের হাফিজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire

ইউনিভার্সিটি থেকে  MSC Human Resource managment এর উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।  তিনি গত ১১ জুলাই  এই ডিগ্রী অর্জন করেন।

হাফিজ মাওলানা সামসুল ইসলাম বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চাম্পার কান্দি গ্রামের মাস্টার সোনাহর আলীর ছেলে।
জানাগেছে, তিনি ২০২৩ সালে লন্ডনের  University of central Lancashire ইউনিভার্সিটিতে মাস্টার্স অপ সাইনস ইন হিওম্যান রিসোর্স মানেজম্যান্ট বিভাগে পড়াশোনার জন্য ইংল্যান্ডে যান।

এর আগে সামসুল ইসলাম ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি ঢাকা থেকে ২০২০ সালে  Bachelor of Arts সম্পন্ন করেন। এছাড়াও তিনি ২০০৬ সালে হিফযুল কুরআন এবং ২০১৪ সালে কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

আলাপকালে – সামসুল ইসলাম জানান, আমার পরিবার আমাকে নিয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন আমি বড় হয়ে যেনো সু-শিক্ষিত ও প্রতিষ্ঠিত হই।
এই জন্য আমি মন দিয়ে পড়াশোনা করেছি আর আমার পরিবার আমাকে সব সময় সাপোর্ট করেছেন। গত ১১ জুলাই আমি গ্রাজুয়েশন অর্জন করেছি । আমার এই  অর্জন আমার দেশের গর্ব। আমার রেজাল্ট নিয়ে আমি গর্ববোধ করি এবং এই অনুভূতি আমার কষ্টের সবকিছু লাঘব করে দিয়েছে। আর মনে হয়েছে আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এতো দূর-এসেছি আমার বাবা, মা, উস্তাদ, ভাই ও বোনের দুয়াতে। আমি দেশবাসীর কাছে দুয়া চাই-যেন আমার  অর্জন আর সাফল্য ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি এবং দেশের নাম উজ্জ্বল করতে পারি।