এসএম হেলাল ; মহামারী করোনাভাইরাস ঠেকাতে চলমান কঠোর লকডাউনে বালাগঞ্জে ৪র্থ দিনেও
অনেকটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। কারণ-অকারণে মানুষ হাঠ-বাজারে
আনাগোনা করছেন । রোববার ( ৪ জুলাই) উপজেলা প্রশাসন লকডাউন কার্যকর রাখতে বিশেষ অভিযান করেছে। অভিযানে বিধি অমান্য করায় ১০টি মামলা ও ১হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন হাঠ-বাজারে দোকানপাঠ অনেকটাই খোলা
ছিল।
সড়ক সমূহে কিছু কিছু অটোরিক্সা (সিএনজি), পিকাপট্রাক এবং ব্যাটারিচালিত রিক্সা ছাড়া তেমন যানবাহন লক্ষ্য করা যায়নি। হাট-বাজারে মাছ, সবজিসহ নিত্যপণ্যের যোগান স্বাভাবিক রয়েছে। তবে তুলনামূলক দাম একটু বেশি বলে সাধারণ মানুষের
অভিযোগ পাওয়া গেছে।
আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, সরকারি নির্দেশনা কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজও যথারিতি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বিধি অমান্য করায় উপজেলার পুর্ব-গৌরীপুর ইউনিয়নের
ওসমানীগঞ্জ বাজার ও সিরাজ নগর বাজার এবং বালাগঞ্জ বাজার এলাকায় ১০টি
মামলা ও ১হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে।
বালাগঞ্জে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাজমুল হাসান বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও জনগনের সেবাপ্রদানে পুলিশ মাঠে রয়েছে। তিনি
জনস্বার্থ সবার সহযোগীতা কামনা করেন।