বালাগঞ্জ প্রতিনিধি; বালাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি খন্দকার নাজমুল ইসলাম জাহাঙ্গিরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার মাদ্রাসা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শুভাশিষ চৌধুরী নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গির উপজেলার তালতলা বশিরপুর গ্রামের খন্দকার দিলোয়ার আলীর ছেলে।
সে ০৬ টি সি আর সাজা প্রাপ্তসহ সব মিলিয়ে তার বিরুদ্ধে ৭টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি জাহাঙ্গিরকে শনিবার (১ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।