ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
“অধিকার, স্বাধীনতা এবং সমাজের দ্বৈত মানসিকতা* ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অখন্ড বাংলাদেশ আন্দোলনের প্রধান হাসনাত আরিয়ান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণ ফ্রান্সে বিশ্ব স্বজন ফাউন্ডেশনের ১ যুগপূর্তি উদযাপন বালাগঞ্জে জামালপুর তোহফা ফাউন্ডেশনের ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরকে প্যারিস বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল সীমান্ত হত্যা বন্ধে লণ্ডনে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত ফ্রান্সে গহরপুরবাসীর প্রথম সামাজিক সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’-এর আত্মপ্রকাশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা
“ফ্রান্স দর্পণ – বিডি ফার্নিচার” সংলাপ

বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের

  • আপডেট সময় ০৫:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

দর্পণ প্রতিবেদকঃ যেকোন মূল্যে জাতীয় পতাকাবাহী বিমানের ‘ঢাকা-প্যারিস-ঢাকা’ ফ্লাইট চালুর জোর দাবী জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। গতকাল “ফ্রান্স দর্পণ – বিডি ফার্নিচার” সংলাপে অংশ নিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ দাবি জানান। এসময় আলোচকরা সুনির্দিষ্ট তথ্য, উপাথ্য তুলে ধরে এই ফ্লাইটটি একাধারে লাভজনক ও ফলপ্রসু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বক্তারা বলেন, যখন ফ্রান্সে মাত্র ৩-৪ হাজার বাংলাদেশীর বসবাস ছিলো তখন বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট পরিচালিত হতো! আর এখন লক্ষাধিক অভিবাসীর বসবাস, তাহলে কেন ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে না? আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে অন্য দেশের এয়ারলাইনসে টিকেট কেটে দেশে যাব কেন? বিমান বাংলাদেশ আমাদের মায়ের মত। মায়ের কোলে করেই মায়ের সান্নিধ্যে আসা যাওয়া করতে চাই।
‘বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট চালুর যৌক্তিকতা ও আমাদের করনীয়’ শীর্ষক আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ‘ফ্রান্স দর্পণ বিডি ফার্নিচার’ এর উদ্যোগে উক্ত সংলাপে বক্তারা চমৎকার অভিজ্ঞতা এবং ফ্লাইটের সম্ভাব্য বাণিজ্যিক এবং কৌশলগত নানাদিক তুলে ধরেন।

ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম এর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ইউরোভিশন নিউজ ডট কম সম্পাদক সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, সিলেট বিভাগীয় সমাজকল্যাণ সমিতি, ফ্রান্স এর সভাপতি আজাদ মিয়া, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তওফিকা শাহেদ, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সভাপতি এমডি নুর, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সামাজিক সংস্থা আইছা’র সভাপতি উবায়েদুল্লাহ কয়েছ, অমি ভয়াজের পরিচালক তানজিম হোসেন, জাতীয়তাবাদী যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক এস এম মিলটন সরকার, মনডিয়াল ট্রাভেলস এর পরিচালক ইব্রাহিম হাসান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করীম আখঞ্জী।

বক্তারা বলেন, এদেশে বিভিন্ন সময়ে মন্ত্রী এমপিসহ নানাস্তরের নেতারা আসলে আমরা ফুলের তোড়া নিয়ে হুমড়ি খেয়ে পড়ি। তৈলমর্দনে ব্যস্ত হয়ে যাই। কিন্তু এরকম একটি আবশ্যিক দাবী আদায়ে কার্যকর চেষ চালাই না। লক্ষাধিক বাংলাদেশী অভিবাসীর এদেশে বিমানের ফ্লাইট লাভজনক না হবার কোনো কারন নেই।

বক্তারা বলেন, আমাদের কমিউনিটি বিগত দুই যুগে বিশাল আকার ধারণ করেছে। বহু পরিবার এখন ফ্রান্সে বসবাস করছে। বিপুল সংখ্যক ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি হয়েছে। ফলে কেবল যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহনের মাধ্যমেও বিমান লাভবান হতে পারে।
বক্তারা এই দাবিকে বাস্তবরুপ দিতে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং পরবর্তী করনীয় ঠিক করতে কার্যক্রম অব্যহত রাখবেন বলে সিদ্ধান্ত নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

“অধিকার, স্বাধীনতা এবং সমাজের দ্বৈত মানসিকতা*

“ফ্রান্স দর্পণ – বিডি ফার্নিচার” সংলাপ

বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের

আপডেট সময় ০৫:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

দর্পণ প্রতিবেদকঃ যেকোন মূল্যে জাতীয় পতাকাবাহী বিমানের ‘ঢাকা-প্যারিস-ঢাকা’ ফ্লাইট চালুর জোর দাবী জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। গতকাল “ফ্রান্স দর্পণ – বিডি ফার্নিচার” সংলাপে অংশ নিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ দাবি জানান। এসময় আলোচকরা সুনির্দিষ্ট তথ্য, উপাথ্য তুলে ধরে এই ফ্লাইটটি একাধারে লাভজনক ও ফলপ্রসু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বক্তারা বলেন, যখন ফ্রান্সে মাত্র ৩-৪ হাজার বাংলাদেশীর বসবাস ছিলো তখন বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট পরিচালিত হতো! আর এখন লক্ষাধিক অভিবাসীর বসবাস, তাহলে কেন ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে না? আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে অন্য দেশের এয়ারলাইনসে টিকেট কেটে দেশে যাব কেন? বিমান বাংলাদেশ আমাদের মায়ের মত। মায়ের কোলে করেই মায়ের সান্নিধ্যে আসা যাওয়া করতে চাই।
‘বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট চালুর যৌক্তিকতা ও আমাদের করনীয়’ শীর্ষক আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ‘ফ্রান্স দর্পণ বিডি ফার্নিচার’ এর উদ্যোগে উক্ত সংলাপে বক্তারা চমৎকার অভিজ্ঞতা এবং ফ্লাইটের সম্ভাব্য বাণিজ্যিক এবং কৌশলগত নানাদিক তুলে ধরেন।

ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম এর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ইউরোভিশন নিউজ ডট কম সম্পাদক সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, সিলেট বিভাগীয় সমাজকল্যাণ সমিতি, ফ্রান্স এর সভাপতি আজাদ মিয়া, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তওফিকা শাহেদ, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সভাপতি এমডি নুর, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সামাজিক সংস্থা আইছা’র সভাপতি উবায়েদুল্লাহ কয়েছ, অমি ভয়াজের পরিচালক তানজিম হোসেন, জাতীয়তাবাদী যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক এস এম মিলটন সরকার, মনডিয়াল ট্রাভেলস এর পরিচালক ইব্রাহিম হাসান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করীম আখঞ্জী।

বক্তারা বলেন, এদেশে বিভিন্ন সময়ে মন্ত্রী এমপিসহ নানাস্তরের নেতারা আসলে আমরা ফুলের তোড়া নিয়ে হুমড়ি খেয়ে পড়ি। তৈলমর্দনে ব্যস্ত হয়ে যাই। কিন্তু এরকম একটি আবশ্যিক দাবী আদায়ে কার্যকর চেষ চালাই না। লক্ষাধিক বাংলাদেশী অভিবাসীর এদেশে বিমানের ফ্লাইট লাভজনক না হবার কোনো কারন নেই।

বক্তারা বলেন, আমাদের কমিউনিটি বিগত দুই যুগে বিশাল আকার ধারণ করেছে। বহু পরিবার এখন ফ্রান্সে বসবাস করছে। বিপুল সংখ্যক ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি হয়েছে। ফলে কেবল যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহনের মাধ্যমেও বিমান লাভবান হতে পারে।
বক্তারা এই দাবিকে বাস্তবরুপ দিতে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং পরবর্তী করনীয় ঠিক করতে কার্যক্রম অব্যহত রাখবেন বলে সিদ্ধান্ত নেন।