বীর মুক্তি যুদ্ধা ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এদিকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম শোক প্রকাশ করে বলেছেন ইউরোপের দেশগুলোতে আওয়ামী রাজনীতিতে একটি শুন্যতা সৃষ্টি হলো্ সেলিম ভাইয়ের মৃত্যুতে ফ্রান্স আওয়ামী লীগের অপুরনীয় ক্ষতি হয়ে গেলো। উনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অনিল দাশ গুপ্ত মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
প্রসংগত রাজনৈতিক জীবনে ফ্রান্স আওয়ামী লীগের চারের বারের সভাপতি ছিলেন জনাব সেলিম। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। সর্বশেষ দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজেই তাকে সভাপতি করেছিলেন ।
মনে প্রাণে এবং বিশ্বাসে তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন । দেশের জন্য ছিল গভীর ভালোবাসা।
সর্বশেষ ফ্রান্সের বৃহত্তম শহরে লিওনে আওয়ামী লীগ এর কাউন্সিল করেন , মূলত লিওন থেকে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীণ এ নেতা।গত ৩১ অক্টোবর ২০১৯ মঙ্গল বার রাত ৪ টায় অসুস্থ হন তিনি।
প্যারিসের পিতিতি সাল্পাতের হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন ।
বেনজির আহমদ সেলিম কুমিল্লা জেলার তিতাস উপজেলায় জন্মগ্রহন করেন । মাত্র ১৭ বছর বয়সে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন । জীবিকার প্রয়োজনে প্রথমে জার্মান ও পরে ফ্রান্স আসেন । ১৯৭৭ সালে তিনি জার্মান আওয়ামী লীগের দফতর সম্পাদক হন। স্থায়ী বসবাসের জন্য ১৯৮৩ সালে ফ্রান্সে আসেন তিনি । ১৯৮৭ সালে ফ্রান্স আওয়ামী লীগ গঠন হলে তিনি সহ সভাপতি নির্বাচিত হন ।তিনি ৪ বার ফ্রান্স আওয়ামী লীগে সভাপতি নির্বাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে ইউরোপ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ সংবাদ
বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ