ব্রিটিশ-রাশিয়া চলমান কূটনৈতিক বিরুধী ফ্রান্স সরাসরি ব্রিটিশদের পক্ষ নিয়েছে। ব্রিটেনের পর তারাও এবার রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কার করার কথা ভাবছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মের সঙ্গে সুর মিলিয়ে ব্রিটেনে মাটিতে নার্ভ এজেন্ট হামলার পেছনে রাশিয়াকে দোষারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর সদস্য রাষ্ট্রগুলো মস্কো থেকে তাদের রাষ্ট্রদূতদের নিজ নিজ দেশে ডেকে পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে। কয়েকটি দেশ ব্রিটেনের পথ অনুসরণ করে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কার করার কথা ভাবছে। লিথুয়ানিয়া ও ফ্রান্স তাদের মধ্যে অন্যতম। ৪ মার্চ ইংলিশ নগরী স্যালিসবারিতে ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট হামলা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। এএফপি।
সর্বশেষ সংবাদ