ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জমকালো আয়োজনে সিলেটে “কালবেলা”র দ্বিতীয় প্রতিবার্ষিকী পালিত সামাজিক সংস্থা ‘সাফ’ এর নতুন কমিটি গঠন : নয়ন সভাপতি, আকাশ হেলাল সহসভাপতি, রুবেল সাধারন সম্পাদক পাথর ও মানুষ – শ্যামল বণিক অঞ্জন বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠিত ছাত্রদের স্যালুট, অভিজ্ঞদের মূল্যায়ন করতে হবে- বিচারপতি নজরুল চৌধুরী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো‘অখন্ড বাংলাদেশ আন্দোলন’ সামাজিক সংগঠন ‘সাফ’ এর উদ্যোগে প্যারিসে ‘বিশ্ব পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস ২০২৪’ পালন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব থেকে শাহাব উদ্দিন ও জিল্লুর রহমান জিলুকে বহিস্কার প্যারিসে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন সিলেট ফাইটার্স
পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান, বিহার ও উড়িষ্যায়গণভোটের দাবি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো‘অখন্ড বাংলাদেশ আন্দোলন’

  • আপডেট সময় ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ঔদ্ধত্যপূর্ণ শিষ্টাচার বহির্ভূত

 ঝাড়খন্ডে বাংলাদেশিরা নয়, নরেন্দ্র মোদীঅমিত শাহ গংরাইঅনুপ্রবেশকারী

 পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান, বিহার উড়িষ্যায়গণভোটের দাবি

লণ্ডন, ২৪ সেপ্টেম্বরসম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশিদের অনুপ্রবেশকারীউল্লেখ করেউল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ারযে হুমকিদিয়েছেন, তার তীব্র নিন্দা, প্রতিবাদ  চরম অসন্তোষ জানিয়েছেনঅখন্ড বাংলাদেশ আন্দোলনএর নেতৃবৃন্দ

অখন্ড বাংলাদেশ আন্দোলনএর আহবায়ক হাসনাত আরিয়ানখান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, “এই প্রথমবার নয়, অমিত শাহ এর আগেও বাঙালি বাংলাদেশিদের উদ্দেশ্য করেকটূক্তি করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্তত দুবারতিনি বাংলাদেশিদেরঅনুপ্রবেশকারী উইপোকাবলেছেন, একবারতিনিবঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া কথা বলেছেন শুধু যেঅমিত শাহ ধরণের অশোভন, আপত্তিকর অগ্রহণযোগ্য মন্তব্যকরেছেন, তা নয় নরেন্দ্র মোদিসহ বিজেপির অন্যান্য নেতাদের মুখেওএধরনের বাজে মন্তব্য শোনা গেছে যা চরম ঔদ্ধত্যপূর্ণ শিষ্টাচারবহির্ভূত ভারতের ক্ষমতাসীন দল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাব্যক্তিদের মুখে এধরনের কুৎসিত, অশালীন বক্তব্য কাম্য নয়আমরা এমন অশোভন, কুৎসিত, আপত্তিকর, অগ্রহণযোগ্য বক্তব্যেরতীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতেচাইঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিসগড, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল  আন্দামানে নরেন্দ্র মোদিঅমিত শাহ গংরাই অনুপ্রবেশকারী, বাংলাদেশিরা নয়, বাঙালিরা নয়

প্রতিবাদলিপিতে বলা হয়, “বাঙালিরা অঞ্চলের ভূমিপুত্র সমগ্রবাংলা বলয়ের মাটি বাঙালি/বাংলাদেশিদের পূর্বপুরুষদের মাটিবাঙালিদের রয়েছে এখানে থাকার নিঃশর্ত অধিকার কেন্দ্রীয় বাংলাবলতে আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বোঝালেও প্রান্তিক বাংলাত্রিপুরা, আসাম, আন্দামান, আরাকান, বিহার, থেকে উড়িষ্যা পর্যন্তবিস্তৃত পরবর্তীতে বিহার ভেঙ্গে ঝাড়খন্ড প্রদেশ উড়িষ্যা ভেঙ্গেছত্তিসগড প্রদেশ এবং আসাম ভেঙ্গে মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ তৈরি করা হলেও এই পুরোঅঞ্চলেই বাঙালি এবং বাঙালিদের কাছাকাছি নৃগোষ্ঠীর লোকেরাছড়িয়ে ছিটিয়ে বাস করেন আমাদের নবাবি বাংলা, শামসুদ্দীনইলিয়াস শাহ বাংলা, সিরাজউদদৌলা বাংলা আমাদেরসুবা বাংলা, শাহ বাংলা, সেন বাংলা, পাল বাংলা, বাংলাসালতানাতের ভূমি বাঙালির দেশ নৃবিজ্ঞান এবং জেনেটিকসায়েন্সের তথ্যপ্রমাণ মতে বাঙালি সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ এবংইসলাম ধর্মাবলম্বীরা আমরা একই জনগোষ্ঠীর লোক, একই রক্তেরএকই পূর্বপুরুষের বংশধর অনিবার্যভাবেই অঞ্চল আমাদেরঠিকানা বস্তুত বাঙালি এবং বাংলা বলয় চেতনেঅবচেতনেবিজেপির কাছে আতঙ্কজনক এক প্রতিপক্ষ কাজেই ভারত জুড়েবিধ্বস্ত, বিপর্যস্ত, শতধা ছিন্নভিন্ন এই বাঙালিকে হীন করতে, কোণঠাসাকরতে তারা মরিয়া তারা চায় বাংলা বলয়ের ভূমির দখল, তারা চায়বাংলা বলয়ের মেরুদণ্ড বাঙালিদের উৎখাত করতে, তারা চায় বাংলাবলয়ের সংস্কৃতি এবং ইতিহাসকে নিশ্চিহ্ন করতে তারা চায়বাংলাদেশকে বৃত্তবন্দী করতে ফলে জরুরি হয়ে উঠেছে বাঙালিখেদানো যে বাঙালির বাংলা বা বাংলা বলয়, সেখান থেকে বাঙালিখেদানোর চিন্তা করাও এক ঘোরতর নৈতিক অপরাধ

প্রতিবাদলিপিতে আরো বলা হয়,  “বাংলার বিরাট ভূখণ্ডেরভূমিপুত্ররা নিজ ভূখণ্ডে একাধিকবার গণহত্যার শিকার হয়েছে, এথনিক ক্লিনজিংয়ের শিকার হয়েছে আর এখন এনআরসিজাঁতাকলে মরছে আসাম থেকে ৪০ লাখ বাঙালিকে তারা বের করারপরিকল্পনা করছে ভারতের দখলে থাকা বাঙালি অধ্যুষিতপ্রদেশগুলো থেকে বাঙালিদের তাড়াতে নরেন্দ্র মোদি সরকার জাতীযনাগরিক পঞ্জী (এনআরসি) প্রণয়নের ঘোষণা দিয়েছে নাগরিকপঞ্জিরআড়ালে তারা কৌশলে স্থায়ীভাবে বসবাসকারী মানুষের নাগরিকত্ববাতিল করার চক্রান্ত করছে আন্তঃরাষ্ট্রীয হিন্দু পরিষদ রাষ্ট্রীয়বজরং দল বাংলাদেশি মুক্ত ভারতের কথা উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিদিয়েছে ইতোমধ্যে আসামে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরকরে নতুন করে নাগরিকপঞ্জি তৈরী করা হয়েছে এর মাধ্যমে সেখানে১৯ লাখ হাজার ৬৫৭ জন বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছেতাঁদের পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড, জমানো টাকা, বাড়িঘর, জমির দলিল সবই কেড়ে নেওয়া হয়েছে এই ১৯ লাখ হাজার ৬৫৭জন নাগরিকত্বহীন মানুষ বর্তমানে ডিটেনশন ক্যাম্পে খুবই মানবেতরজীবন যাপন করছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা আন্দামানেও এই বিল আনার তোড়জোড় চলছে এমনকিবাংলাদেশের স্বাধীন অংশটাকেও টুকরো করার অবিরাম ষড়যন্ত্রচলছে দেশের পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করারপরিকল্পনা তারা করছে পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনী তারাই তৈরীকরেছে কেএনএফকে তারাই অস্ত্র সামরিক প্রশিক্ষণ দিচ্ছেকুকিচিন, গারো চাকমাদের তারা বাঙালিদের বিরুদ্ধে প্রতিনিয়তউস্কে দিচ্ছে তাদের স্পষ্ট লক্ষ্য এবং শিকার যে বাঙালি জনগোষ্ঠীতাতে কোনো সন্দেহ নেই ভারতে রীতিমতোবাঙালিএবংবাংলাদেশিশব্দ দুটো প্রায় ভয়ংকর অপমানজনক শব্দে পরিণতহয়েছে এর পরিণতি ভালো হবে না বিজেপি সরকারকে আমরাসাবধান করে দিচ্ছি, বাংলাদেশি বাঙালি আজাদি পাগলজনগণকে নিয়ে খেলার চেষ্টা করা হলে এর পরিণতি ভালো হবে না

পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান, বিহার উড়িষ্যায়গণভোটের দাবি করে প্রতিবাদলিপিতে বলা হয়, “ভারত রাষ্ট্রটির জন্ম১৯৪৭ সালে কিন্তু এই ভূমি তো ১৯৪৭ সালে রচিত হয়নি! এই মানুষ, মানুষের পূর্বপুরুষ, ভূমিপুত্ররা তো ১৯৪৭ সালেই অঞ্চলের বাসিন্দাহয়নি! বাঙালিরা যুগ যুগ ধরে আছে নিজভূমে, বাঙালিদেরইএলাকায় একটি বিরাট জনগোষ্ঠীকে তার নিজভূমে পরবাসীবানানোর সিদ্ধান্ত ন্যায়ত কোনো আইন হতে পারে না আমরা এরতীব্র নিন্দা প্রতিবাদ করি আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান, আরাকান, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা ছত্তিসগড নিয়েএকটি বৃহত্তর বাংলাদেশ রাষ্ট্রের দাবি করি আমরা আমাদের বাংলাবলয়ের সকল বাংলাভাষীর জন্য একটি অখন্ড বাংলাদেশ রাষ্ট্রেরদাবি করি এই আধুনিক যুগে এসে আমরা যুদ্ধ চাইনা, আমরা কোনরক্তপাত চাই না আমরা দিল্লীর শাসকদের কাছে এর একটাশান্তিপূর্ণ সমাধান কামনা করি অখন্ড বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমরা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা ছত্তিসগড়ে একটি অবাধ, সুষ্ঠ নিরপেক্ষগণভোটের দাবি করি গণভোটে জনগণ যে রায় দিবে, সেই রায়আমরা মেনে নিবো

উল্লেখ্য, ঝাড়খণ্ডের গিরিডিতে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেনকেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ওই ভাষণের যে ভিডিও দেখা যায়, তাতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে এসেছেন তিনিবলেছেন, “ঝাড়খণ্ডে একবার সরকার বদল করুন আমি আপনাদেরকথা দিচ্ছি, ঝাড়খণ্ড থেকে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরখুঁজে খুঁজে বের করে ঝাড়খণ্ড থেকে তাড়ানোর কাজটি ভারতীযজনতা পার্টি করবে তারা আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছেতারা আমাদের সম্পত্তি দখল করে নিচ্ছে তারা আমাদেররোজগারপত্রও লুঠ করছে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের কোনওজায়গা নেই, একমাত্র বিজেপি সরকারই এটা করতে পারে আমিআজ বলে যাচ্ছি, আপনারা এখানে পদ্ম ফুলের সরকার বানান, এইসব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটাআমরা করবওই বক্তব্যের প্রতিবাদে সোমবার ঢাকায ভারতীয়হাইকমিশনের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় প্রতিবাদপত্রে ভারতের রাজনৈতিক নেতৃত্বকে বাংলাদেশসরকার ধরনের আপত্তিকর অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরতথাকার আহ্বান জানিয়েছে বিএনপিজামায়াতসহ বাংলাদেশেরঅন্যান্য রাজনৈতিক দলগুলোর জ্যেষ্ঠ নেতারাও অমিত শাহবক্তব্যের নিন্দা জানিয়েছে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জমকালো আয়োজনে সিলেটে “কালবেলা”র দ্বিতীয় প্রতিবার্ষিকী পালিত

পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান, বিহার ও উড়িষ্যায়গণভোটের দাবি

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো‘অখন্ড বাংলাদেশ আন্দোলন’

আপডেট সময় ০৯:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ঔদ্ধত্যপূর্ণ শিষ্টাচার বহির্ভূত

 ঝাড়খন্ডে বাংলাদেশিরা নয়, নরেন্দ্র মোদীঅমিত শাহ গংরাইঅনুপ্রবেশকারী

 পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান, বিহার উড়িষ্যায়গণভোটের দাবি

লণ্ডন, ২৪ সেপ্টেম্বরসম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশিদের অনুপ্রবেশকারীউল্লেখ করেউল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ারযে হুমকিদিয়েছেন, তার তীব্র নিন্দা, প্রতিবাদ  চরম অসন্তোষ জানিয়েছেনঅখন্ড বাংলাদেশ আন্দোলনএর নেতৃবৃন্দ

অখন্ড বাংলাদেশ আন্দোলনএর আহবায়ক হাসনাত আরিয়ানখান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, “এই প্রথমবার নয়, অমিত শাহ এর আগেও বাঙালি বাংলাদেশিদের উদ্দেশ্য করেকটূক্তি করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন্তত দুবারতিনি বাংলাদেশিদেরঅনুপ্রবেশকারী উইপোকাবলেছেন, একবারতিনিবঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া কথা বলেছেন শুধু যেঅমিত শাহ ধরণের অশোভন, আপত্তিকর অগ্রহণযোগ্য মন্তব্যকরেছেন, তা নয় নরেন্দ্র মোদিসহ বিজেপির অন্যান্য নেতাদের মুখেওএধরনের বাজে মন্তব্য শোনা গেছে যা চরম ঔদ্ধত্যপূর্ণ শিষ্টাচারবহির্ভূত ভারতের ক্ষমতাসীন দল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাব্যক্তিদের মুখে এধরনের কুৎসিত, অশালীন বক্তব্য কাম্য নয়আমরা এমন অশোভন, কুৎসিত, আপত্তিকর, অগ্রহণযোগ্য বক্তব্যেরতীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতেচাইঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিসগড, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল  আন্দামানে নরেন্দ্র মোদিঅমিত শাহ গংরাই অনুপ্রবেশকারী, বাংলাদেশিরা নয়, বাঙালিরা নয়

প্রতিবাদলিপিতে বলা হয়, “বাঙালিরা অঞ্চলের ভূমিপুত্র সমগ্রবাংলা বলয়ের মাটি বাঙালি/বাংলাদেশিদের পূর্বপুরুষদের মাটিবাঙালিদের রয়েছে এখানে থাকার নিঃশর্ত অধিকার কেন্দ্রীয় বাংলাবলতে আজ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বোঝালেও প্রান্তিক বাংলাত্রিপুরা, আসাম, আন্দামান, আরাকান, বিহার, থেকে উড়িষ্যা পর্যন্তবিস্তৃত পরবর্তীতে বিহার ভেঙ্গে ঝাড়খন্ড প্রদেশ উড়িষ্যা ভেঙ্গেছত্তিসগড প্রদেশ এবং আসাম ভেঙ্গে মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ তৈরি করা হলেও এই পুরোঅঞ্চলেই বাঙালি এবং বাঙালিদের কাছাকাছি নৃগোষ্ঠীর লোকেরাছড়িয়ে ছিটিয়ে বাস করেন আমাদের নবাবি বাংলা, শামসুদ্দীনইলিয়াস শাহ বাংলা, সিরাজউদদৌলা বাংলা আমাদেরসুবা বাংলা, শাহ বাংলা, সেন বাংলা, পাল বাংলা, বাংলাসালতানাতের ভূমি বাঙালির দেশ নৃবিজ্ঞান এবং জেনেটিকসায়েন্সের তথ্যপ্রমাণ মতে বাঙালি সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ এবংইসলাম ধর্মাবলম্বীরা আমরা একই জনগোষ্ঠীর লোক, একই রক্তেরএকই পূর্বপুরুষের বংশধর অনিবার্যভাবেই অঞ্চল আমাদেরঠিকানা বস্তুত বাঙালি এবং বাংলা বলয় চেতনেঅবচেতনেবিজেপির কাছে আতঙ্কজনক এক প্রতিপক্ষ কাজেই ভারত জুড়েবিধ্বস্ত, বিপর্যস্ত, শতধা ছিন্নভিন্ন এই বাঙালিকে হীন করতে, কোণঠাসাকরতে তারা মরিয়া তারা চায় বাংলা বলয়ের ভূমির দখল, তারা চায়বাংলা বলয়ের মেরুদণ্ড বাঙালিদের উৎখাত করতে, তারা চায় বাংলাবলয়ের সংস্কৃতি এবং ইতিহাসকে নিশ্চিহ্ন করতে তারা চায়বাংলাদেশকে বৃত্তবন্দী করতে ফলে জরুরি হয়ে উঠেছে বাঙালিখেদানো যে বাঙালির বাংলা বা বাংলা বলয়, সেখান থেকে বাঙালিখেদানোর চিন্তা করাও এক ঘোরতর নৈতিক অপরাধ

প্রতিবাদলিপিতে আরো বলা হয়,  “বাংলার বিরাট ভূখণ্ডেরভূমিপুত্ররা নিজ ভূখণ্ডে একাধিকবার গণহত্যার শিকার হয়েছে, এথনিক ক্লিনজিংয়ের শিকার হয়েছে আর এখন এনআরসিজাঁতাকলে মরছে আসাম থেকে ৪০ লাখ বাঙালিকে তারা বের করারপরিকল্পনা করছে ভারতের দখলে থাকা বাঙালি অধ্যুষিতপ্রদেশগুলো থেকে বাঙালিদের তাড়াতে নরেন্দ্র মোদি সরকার জাতীযনাগরিক পঞ্জী (এনআরসি) প্রণয়নের ঘোষণা দিয়েছে নাগরিকপঞ্জিরআড়ালে তারা কৌশলে স্থায়ীভাবে বসবাসকারী মানুষের নাগরিকত্ববাতিল করার চক্রান্ত করছে আন্তঃরাষ্ট্রীয হিন্দু পরিষদ রাষ্ট্রীয়বজরং দল বাংলাদেশি মুক্ত ভারতের কথা উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিদিয়েছে ইতোমধ্যে আসামে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরকরে নতুন করে নাগরিকপঞ্জি তৈরী করা হয়েছে এর মাধ্যমে সেখানে১৯ লাখ হাজার ৬৫৭ জন বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছেতাঁদের পাসপোর্ট, আধার কার্ড, রেশন কার্ড, জমানো টাকা, বাড়িঘর, জমির দলিল সবই কেড়ে নেওয়া হয়েছে এই ১৯ লাখ হাজার ৬৫৭জন নাগরিকত্বহীন মানুষ বর্তমানে ডিটেনশন ক্যাম্পে খুবই মানবেতরজীবন যাপন করছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা আন্দামানেও এই বিল আনার তোড়জোড় চলছে এমনকিবাংলাদেশের স্বাধীন অংশটাকেও টুকরো করার অবিরাম ষড়যন্ত্রচলছে দেশের পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করারপরিকল্পনা তারা করছে পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনী তারাই তৈরীকরেছে কেএনএফকে তারাই অস্ত্র সামরিক প্রশিক্ষণ দিচ্ছেকুকিচিন, গারো চাকমাদের তারা বাঙালিদের বিরুদ্ধে প্রতিনিয়তউস্কে দিচ্ছে তাদের স্পষ্ট লক্ষ্য এবং শিকার যে বাঙালি জনগোষ্ঠীতাতে কোনো সন্দেহ নেই ভারতে রীতিমতোবাঙালিএবংবাংলাদেশিশব্দ দুটো প্রায় ভয়ংকর অপমানজনক শব্দে পরিণতহয়েছে এর পরিণতি ভালো হবে না বিজেপি সরকারকে আমরাসাবধান করে দিচ্ছি, বাংলাদেশি বাঙালি আজাদি পাগলজনগণকে নিয়ে খেলার চেষ্টা করা হলে এর পরিণতি ভালো হবে না

পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান, বিহার উড়িষ্যায়গণভোটের দাবি করে প্রতিবাদলিপিতে বলা হয়, “ভারত রাষ্ট্রটির জন্ম১৯৪৭ সালে কিন্তু এই ভূমি তো ১৯৪৭ সালে রচিত হয়নি! এই মানুষ, মানুষের পূর্বপুরুষ, ভূমিপুত্ররা তো ১৯৪৭ সালেই অঞ্চলের বাসিন্দাহয়নি! বাঙালিরা যুগ যুগ ধরে আছে নিজভূমে, বাঙালিদেরইএলাকায় একটি বিরাট জনগোষ্ঠীকে তার নিজভূমে পরবাসীবানানোর সিদ্ধান্ত ন্যায়ত কোনো আইন হতে পারে না আমরা এরতীব্র নিন্দা প্রতিবাদ করি আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান, আরাকান, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা ছত্তিসগড নিয়েএকটি বৃহত্তর বাংলাদেশ রাষ্ট্রের দাবি করি আমরা আমাদের বাংলাবলয়ের সকল বাংলাভাষীর জন্য একটি অখন্ড বাংলাদেশ রাষ্ট্রেরদাবি করি এই আধুনিক যুগে এসে আমরা যুদ্ধ চাইনা, আমরা কোনরক্তপাত চাই না আমরা দিল্লীর শাসকদের কাছে এর একটাশান্তিপূর্ণ সমাধান কামনা করি অখন্ড বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমরা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, আন্দামান, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা ছত্তিসগড়ে একটি অবাধ, সুষ্ঠ নিরপেক্ষগণভোটের দাবি করি গণভোটে জনগণ যে রায় দিবে, সেই রায়আমরা মেনে নিবো

উল্লেখ্য, ঝাড়খণ্ডের গিরিডিতে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেনকেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ওই ভাষণের যে ভিডিও দেখা যায়, তাতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে এসেছেন তিনিবলেছেন, “ঝাড়খণ্ডে একবার সরকার বদল করুন আমি আপনাদেরকথা দিচ্ছি, ঝাড়খণ্ড থেকে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরখুঁজে খুঁজে বের করে ঝাড়খণ্ড থেকে তাড়ানোর কাজটি ভারতীযজনতা পার্টি করবে তারা আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছেতারা আমাদের সম্পত্তি দখল করে নিচ্ছে তারা আমাদেররোজগারপত্রও লুঠ করছে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের কোনওজায়গা নেই, একমাত্র বিজেপি সরকারই এটা করতে পারে আমিআজ বলে যাচ্ছি, আপনারা এখানে পদ্ম ফুলের সরকার বানান, এইসব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কাজটাআমরা করবওই বক্তব্যের প্রতিবাদে সোমবার ঢাকায ভারতীয়হাইকমিশনের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় প্রতিবাদপত্রে ভারতের রাজনৈতিক নেতৃত্বকে বাংলাদেশসরকার ধরনের আপত্তিকর অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরতথাকার আহ্বান জানিয়েছে বিএনপিজামায়াতসহ বাংলাদেশেরঅন্যান্য রাজনৈতিক দলগুলোর জ্যেষ্ঠ নেতারাও অমিত শাহবক্তব্যের নিন্দা জানিয়েছে