ভালোবাসা দিবস উপলক্ষে গুগল লোকাল গাইডস, গুগলের অফিশিয়াল ব্লগ ( https://goo.gl/fKPn2C ) ও লোকাল গাইডসের অফিশিয়াল ফোরাম লোকাল গাইডস কানেক্টে ( https://goo.gl/XKCDaR) ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরীকে নিয়ে ফিচার প্রকাশ করেছে ।
এ ছাড়া গুগল লোকাল গাইডসের সব সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক : https://goo.gl/Kndu1N, টুইটার : https://goo.gl/tkPThu, গুগল প্লাস : https://goo.gl/ouqK1h) এই বাংলাদেশি দম্পতির ফিচার ও ছবি, ভিডিও স্থান পেয়েছে।
ফিচারটিতে এই দম্পতিদের ব্যক্তিগত জীবনের নানা দিক ফুটে উঠেছে। এই দম্পতি গুগল লোকাল গাইডসের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে চায়।
উল্লেখ্য, পাভেল সারওয়ার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে যোগ দেন। ওই সামিটে সারা বিশ্ব থেকে ১৫১ জন সেরা লোকাল গাইডস অংশগ্রহণ করেন। সুমাইয়া জাফরিন চৌধুরী ২০১৬ ও ২০১৭ সালের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটের জন্য নির্বাচিত হন।
২০১৭ সালের আন্তর্জাতিক নারী দিবসে গুগল লোকাল গাইডস সুমাইয়া জাফরিন চৌধুরীকে নিয়ে ফিচার করেছিল।
পাভেল সারওয়ার ময়মনসিংহ লোকাল গাইডসের কমিউনিটি মডারেটর ও সুমাইয়া জাফরিন চৌধুরী দিনাজপুর লোকাল গাইডসের মডারেটর।