আমার মৃত্যু, তোমার মৃত্যু,
সবার মৃত্যু হবে।
দুনিয়াটা আল্লাহর ইবাদতের জন্য,
তুমি বোঝবে কবে?
চাইলে না বুঝতে, ব্যস্ত শুধু খেলায়,
ভুলে গেছো কবর, কেয়ামত, বিচারের মেলায়।
ধন, দৌলত, নাম-যশে গড়া এ সংসার,
একদিন রেখে যাবে সব, যাবে শুধু হকার।
আল্লাহর পথে ফিরো, এখনো সময় আছে,
কাল হায়াতে ভরসা নেই, মৃত্যু আসে কাছে।
নামাজ পড়ো, তওবা করো, ফিরে চলো আলোয়,
রহমতের দরজা খোলা, ডাকছে সেই ভালোয়।