শীঘ্রই আপনার ফোনে হাঁচি বা কাশির মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করা যেতে পারে।
আমেরিকা ভিত্তিক একটি গবেষক দল এমন একটি সেন্সর আবিষ্কার করছেন যা আপনার মোবাইল ফোনে সংযুক্ত করা হলে ১ মিনিটের মধ্যে মোবাইল ফোন বলে দেবে আপনি করোনা ভাইরাস আক্রান্ত কি-না।
তুলনামূলক সস্তা এ সেন্সরটি আগামী তিন মাসের মধ্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এর প্রাথমিক বাজার মূল্য ৪৫ পাউন্ডের মধ্যে হতে পারে।
এ প্রকল্পের প্রধান যুক্তরাষ্ট্রের উলথা ইউনিভার্সিটির প্রকৌশলী অধ্যাপক মাসউদ তাবিব-আজার, বিশ্বাস করেন এ প্রযুক্তিটি মহামারীটি সনাক্ত করতে একটি বড় ভূমিকা পালন করবে।
এ সেন্সরটি মূলত বছর খানিক আগে জিকা ভাইরাস সনাক্তকরণের জন্য তৈরির চেষ্টা চলছিল।