ডেস্কঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার জনাব বদরুল ইসলাম শুয়েব বলেছেন জীবনকে আলোকিত করতে পড়ালেখার বিকল্প নেই। রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে এ কথা বলেন। এসময় তিনি ছাত্রছাত্রীদেরকে মনোযোগ সহকারে পড়ালেখা করে নিজেদের জীবন সাজাতে আহবান জানিয়েছেন। এ সময় পড়ালেখার পাশাপাশি কোকারিকুলাম এক্টিভিটিতেও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষকবৃন্দের প্রতিও তিনি আহবান জানান।
জনাব বদরুল ইসলাম শুয়েব শুক্রবার সিলেট দক্ষিণ সুরমার রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক জানাজার নামাজে অংশগ্রহণ শেষে বিদ্যালয়ে এক অনির্ধারিত সফরে গিয়ে ৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি জনাব এম এ গফফার, প্রধান শিক্ষক মোছা: সাজিদা বেগম, সহকারী শিক্ষক মো: নাছির উদ্দিন, শ্যামল দেবনাথ, ইমরান খান প্রমুখ।
সর্বশেষ সংবাদ
রাখালগঞ্জ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সিকৃবি রেজিস্টার
ট্যাগস :