ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর দলটির এক সমর্থক আত্মহত্যা বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ জুন) রাতে রাজধানীর কাফরুলে গলায় দড়ি দিয়ে জাহিদুল ইসলাম জালাল (৩৫) নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
এ বিষয়ে কাফরুল থানার এসআই মোজাম্মেল বলেন, ‘বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার খেলা দেখে সবাই যখন ঘুমিয়ে পড়েন। তখন জাহিদুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি ইব্রাহিমপুরের বাসিন্দা।’
মোজাম্মেল আরও বলেন, ‘আর্জেন্টিনা হারার পর মনের কষ্টে হয়তো তিনি এ কাজ করেছেন। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরে যায় মেসির আর্জেন্টিনা।