রাশিয়া বিশ্বকাপ শেষ হতেই দলবদল করেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১ কোটি ২০ লাখইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয় ফুটবল পরাশক্তি জুভেন্তাসে পাড়ি জমিয়েছেন রোনালদো।
একই পথেই হাঁটছেন রিয়ালের হয়ে খেলা ক্রিশ্চিয়ানোর রোনালদোর সতীর্থ করিম বেনজেমা। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে মাদ্রিদের আক্রমণে বেশ কিছু পরিবর্তন হলেও শেষ ৯ বছর রোনালদো বেনজেমাজুটিকে ছাড়া মাঠে নামার কথা ভাবেনি রিয়াল। সেই জুটিই হারাতে যাচ্ছে রিয়াল।
রোনালদো ক্লাব পরিবর্তন করে ইতালীয় ফুটবল পরাশক্তি জুভেন্তাসে পাড়ি জমিয়েছেন। তার ঠিক এক সপ্তাহের মধ্যে সেই পথেই হাঁটতে চলেছেন বেনজেমা।
ইতালিরই ক্লাব এসি মিলান বেনজেমাকে দলে টানতে চাইছে বলে খবর ছড়িয়েছে। সেইখবর যদি সত্যিই হয় তাহলে রোনালদোর পর বেনজেমাকেও হারিয়ে আক্রমণভাগ অনেকটাই দুর্বল হয়ে যাবে রিয়ালের।
রোনালদো এবং বেনজেমা চলতি মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। শুধু তাই নয় স্প্যানিশ ক্লাবটির হয়ে টানা তিনবার এবং মোট চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির রয়েছে তাদের।