রাশিয়া এবং যুক্তরাজ্যের ক্রমবর্ধমান উত্তেজনায় ব্রিটেনের প্রতিবেশী ও মিত্র দেশ ফ্রান্স পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সমর্থনের অংশ হিসাবে আজ সন্ধ্যায় প্যারিসের বই মেলার উদ্বোধনী অনুষ্টানে অংশ নিলেও রাশিয়ান স্টল বর্জন করবেন ফরাসী নেতা। যদিও রাশিয়া এ বছরের প্যারিস বই মেলার প্রধান অথিতি দেশ। আজ সন্ধ্যায় প্যারিসের পর্ত দ্য ভের্সাইয়ের বই মেলা উদ্বোধনের কথা রয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর। তবে ইলিজে সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট রাশিয়ান লেখকদের সাথে দেখা করবেন।
ব্রিটেনের মাটিতে কিভাবে নার্ভ এজেন্ট ব্যবহৃত হল, মস্কো সে বিষয়ে ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানানোর পর মে কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেন বলে । এনিয়ে দু দেশের মধ্যে চলছে তীব্র কূটনৈতিক যুদ্ধ। চলছে কূটনীতিক বহিষ্কার-পাল্টা বহিষ্কার। এমন সময় ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাশিয়ান স্টল বর্জনের ঘোষণার ব্যাপক তাৎপর্য রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।